Dilip Ghosh : “২৬ হাজারের চাকরি খেয়ে উনি মেদিনীপুরে গিয়ে বলছেন ১০ হাজার চাকরি দেবেন!”

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তথা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিত্যদিনের মত বুধবার সকালেও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। সেখানে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ নিয়ে তাঁর বিস্ফোরক দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ হাজার মানুষের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন ১০ হাজার লোককে চাকরি দেবেন।। এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলছেন। উনি তো কিছুই দেননি কিছুই করতে পারেননি।”

আরও পড়ুনঃ Pahalgam attack : পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কড়া বার্তা মোদীর, কাশ্মীরে যাওয়ার নির্দেশ শাহকে

বিজেপি নেতা আরও বলেন, “সব বাণিজ্য, কারখানা চলে যাচ্ছে এখান থেকে। সরকারি চাকরিতে এত দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। চাকরি করার পর রাস্তায় বসতে হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক।” এরপরই চাকরিহারাদের প্রসঙ্গে তাঁর বক্তব্য, “অবিচার হয়েছে। আমরা চাইছি তাঁরা আন্দোলন করুন। আবার কোর্টে গিয়ে আবেদন করুন। এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। যেন ১৮ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বহাল করা হয়। এটা একমাত্র রাস্তা যেটা আদালতই করতে পারে। আমার মত, কোর্টেও চলুক মাঠে চলুক লড়াই।”

Dilip Ghosh

একদিকে সল্টলেকে এসএসসি ভবনের (SSC Bhawan) সামনে যখন অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা (Sacked Teachers), সেই সময় মঙ্গলবার মেদিনীপুরের মঞ্চ থেকে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা কাজে যোগ দিন, বেতন সরকার দেবে।” এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এই মাসে কি বেতন পেয়েছেন ওরা? কেন বেগার খাটতে যাবেন? আপনার পার্টির লোকেরাও মিছিলে গেলে পয়সা নেন। ওরা পড়াশোনা করেছেন। চাকরি পেয়েছেন। ওরা কেন বেগার খাটবেন? আপনাকে কি কোর্ট বলেছে বেতন দিন। উনি বেতন দিতেই পারেন না। সম্মানটা কে ফিরিয়ে দেবে? তাদের অধিকার সম্মান ফিরে পেতে রাস্তায় বসেছেন। তবে পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে?”

গত ২১ এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরিহারাদের। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে প্রশ্ন রাখা হয় তা নিয়েও। যার জবাবে বিজেপি নেতা বলেন, “যারা বলছেন চাকরি ফেরত দেব, পয়সা দেব, তাদের দায়িত্ব।। ব্রাত্য বসু কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? যারা আন্দোলন করছে তাদের কাছে প্রায় ১৮ হাজারের যোগ্য তালিকা আছে। তাদের কাছে তালিকা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না, ঠিক কি ভুল? তারাই সেটা কোর্টে পেশ করুন। ভেরিফিকেশন চেয়ে আবেদন করুন। বাকি ৮ হাজার যেন এর মধ্যে না ঢোকে। বাদ দিয়ে চাকরি হোক। সবাইকে বাঁচিয়ে রাখতে চান কারণ তাদের থেকে পয়সা নিয়েছেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্ততঃ ২৬ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, “খুবই দুর্ভাগ্যজনক। ৩-৪ বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। বছরে এক-দেড় কোটি করে টুরিস্ট ওখানে আসত। ওখানকার মানুষ খুব খুশি ছিলেন। আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল। আমি নিজেও গিয়েছি। কাশ্মীর গিয়েছি। অমরনাথ গিয়েছি। কোনও সমস্যা ছিল না। যারা চায় না শান্তি আসুক তারাই এটা করেছে। যে সরকার তৈরি হয়েছে তারাই বলছে কেন নির্বাচন হচ্ছে না।” যোগ করেন, “এবছর নির্বাচন হওয়ার পরে যে সরকার এল তারাই তো টেররিজম বাড়িয়েছে। আমার মনে হয় এদেরই হাত আছে এটার পিছনে। রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদি সরকার দেখিয়ে দিয়েছে আমরা কন্ট্রোল করতে পারি। পশ্চিমবঙ্গে যেভাবে টেরোরিস্টদের দিয়ে দাঙ্গা করানো হচ্ছে। মাফিয়াদের দিয়ে ওখানেও সেটাই হচ্ছে। গৃহমন্ত্রী বিষয়টা দেখছেন। নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন শিকড় বাকর উপড়ে ফেলবেন।”