নিজস্ব প্রতিনিধি, হুগলি: এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। নাকা তল্লাশি চলাকালীন আচমকাই এমন ঘটনা ঘটে হুগলিতে। গতকাল বুধবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ মগরা থানার পুলিশের ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। এর পরেই তাদের ধরা হয়। শুধু বোমা হয়, দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে খবর , বুধবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ বর্ধমানের কালনার দিক থেকে ডাকাতি করে দু’টি বাইকে করে ফিরছিল চার দুষ্কৃতী। হুগলির মগরা থানার পুলিশ কুন্তীঘাটের কাছে তল্লাশি করার সময় দাঁড় করায় তাদের। আর তখনই গাড়ি দাঁড় করাতে গেলে দ্রুত বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় দু’টি বোম। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ভাঙে পুলিশের গাড়ির সামনের কাঁচ। ছড়িয়ে ছিটিয়ে থাকে বোমার সুতলি দড়ি।
তৎক্ষণাৎ তড়িঘড়ি ফের দু’টি বোম চার্জ করে দুষ্কৃতীরা। আতঙ্ক ছড়ায় মগরা কালিতলা ব্রিজের কাছে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি টাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। দুষ্কৃতীদের আটক করে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। বাকি দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এরইমধ্যে বিভিন্ন জায়গায় জোরদার করা হয়েছে নাকা। গোটা ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হননি কোনও পুলিশ কর্মীও।