নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার (Kashmir Terror Attack) পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে আবারও জাতীয় নিরাপত্তা, জঙ্গি দমন এবং রাজনৈতিক ঐক্যের প্রশ্ন সামনে এসেছে। ঠিক এই সময়েই কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। কিন্তু এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। একদিকে পহেলগাঁওয়ের (Kashmir Terror Attack) রক্তাক্ত ছবি, অন্যদিকে দিল্লিতে নেতাদের কণ্ঠস্বর! দুয়ের মাঝে দাঁড়িয়ে জনসাধারণ জানতে চাইছে, ভবিষ্যৎ রূপরেখা কী?
আরও পড়ুন: India’s Strong Action against Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপ ভারতের
পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার (Kashmir Terror Attack) প্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬টায় রাজধানী দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় সরকারের তরফে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় দেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই বৈঠকের সভাপতিত্ব করবেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সে সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে বিস্তারিতভাবে অবহিত করবেন। এছাড়া, বৈদেশিক দিক সামলাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে।
এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay) উপস্থিত থাকার কথা। কংগ্রেসের তরফে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) অংশগ্রহণ করতে পারেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। অন্যদিকে, আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা ও শিব সেনার শ্রীকান্ত শিণ্ডেও বৈঠকে থাকবেন। তবে, এনডিএর শরিক জেডিইউ জানিয়েছে, তারা কোনও প্রতিনিধি পাঠাবে না কারণ দলের শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিহার সফর নিয়ে ব্যস্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরিস্থিতিতে, সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুপস্থিতি। আজ তাঁর বিহারের মধুবনীতে একটি সরকারি কর্মসূচি রয়েছে। বিরোধী দলগুলির দাবি, এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে বৈঠক থাকলে প্রধানমন্ত্রীকে অবশ্যই উপস্থিত থাকা উচিত ছিল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।
এদিকে, জম্মু ও কাশ্মীরেও (Jammu and Kashmir) পহেলগাঁওয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ একটি পৃথক সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন। গতকালই তিনি রাজ্যের মন্ত্রিসভার সঙ্গে এক জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।