New Town : লিভ-ইন পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ, মৃত যুবক

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ ফের শিরোনামে নিউটাউন (New Town)। গৌরাঙ্গনগরে (Gaurnganagar) লিভ ইন পার্টনারকে (Live in Partnar) ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বেধড়ক মারধর। এন আর এস হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ। বাঁশ দিয়ে কয়েকজন যুবককে পিটিয়ে মারে বলে অভিযোগ। সূত্রের খবর, সংকেত চ্যাটার্জি নামে এক যুবক নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় তার লিভ-ইন পার্টনারের সঙ্গে থাকতো। বুধবার রাতে নিজেদের মধ্যে অশান্তি হলে রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পরেই রাস্তায় কয়েকজন যুবক এই তরুণীকে ইভটিজিং করে বলে অভিযোগ। সেই সময়েই যুবতির লিভ ইন পাটনার সংকেত চ্যাটার্জি প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যায় ওই যুবক।

আরও পড়ুনঃ Kashmir Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বাংলার তিন, দিশেহারা পরিবার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৯-এর সংকেত চ্যাটার্জি বাগুইআটির বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী। তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় লিভইনে থাকতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে ঘটনায় কারা কারা যুক্ত সেটাও খুঁজে বের করা হবে। নিউটানে পর পর একাধিক ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কিছুদিন আগেই নিউটাউনে (New Town) এক টোটো চালকের রাক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT