নিউজ পোল ব্যুরো: দুর্বিষহ পাহাড়ি এলাকা বৈসরন ভ্যালিতে সম্প্রতি সংঘটিত সশস্ত্র হামলার (Pahalgam Attack) পেছনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে ভাবাচ্ছে সেনা ও গোয়েন্দা আধিকারিকদের। সূত্রের খবর, পাইনের ঘন জঙ্গল ঘেরা ওই অঞ্চলে কার্যত কোনও মোবাইল নেটওয়ার্ক না থাকলেও, জঙ্গিরা (Terrorist) এক বিশেষ এনক্রিপ্টেড অ্যাপ (App) ‘অ্যালপাইন কোয়েস্ট’-এর সাহায্যে অপারেশন চালায় বলে সন্দেহ।
আরও পড়ুন: Kashmir Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বাংলার তিন, দিশেহারা পরিবার
এই অ্যাপটি এমনভাবে ডিজাইন করা যাতে ইন্টারনেট ছাড়াও নির্বিচারে লোকেশন ট্র্যাকিং ও যোগাযোগ বজায় রাখা যায়। ফলে বৈসরনের মত দুর্গম অঞ্চলেও (Pahalgam Attack) তারা নিজেদের মধ্যে সমন্বয় রেখে অপারেশন সফলভাবে পরিচালনা করতে পেরেছে।
হামলার দিন (Pahalgam Attack) পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে জঙ্গিরা প্রায় ২০ মিনিট ধরে হামলা চালায়। অথচ আশ্চর্যজনকভাবে, ওই সময় সেনা বা পুলিশের পক্ষ থেকে কোনও জবাবি প্রতিক্রিয়া দেখা যায়নি। তদন্তে উঠে আসছে, একাধিক দলে ভাগ হয়ে জঙ্গিরা কাজ করছিল। একটি দল অপারেশন চালানোর সময়, অন্য দলটি সেনা ও পুলিশের গতিবিধির উপর নজর রাখছিল। সেই তথ্য সঙ্গে সঙ্গে অপারেশন টিমের কাছে পৌঁছে যাচ্ছিল, সম্ভবত ওই এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অ্যাপ ব্যবহার করলে সেই তথ্য সহজেই তদন্তকারীদের হাতে চলে আসত। কিন্তু এনক্রিপ্টেড ও অফলাইন সক্ষম অ্যাপ ব্যবহারে সেই ফাঁক এড়ানো গেছে। সেনা আধিকারিকদের মতে, হিউম্যান নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের সমন্বয় করা খুবই কঠিন, কারণ বৈসরনে জঙ্গিদের লোকবল খুবই সীমিত।