নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) মঙ্গলবার পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় উত্তাল দক্ষিণ এশিয়ার রাজনীতি। ইতিমধ্যেই পাকিস্তানের (Pakistan) সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তিসহ সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে মোদি সরকার। এদিকে এরই মধ্যে পহেলগাঁও নিয়ে মুখ খুলল বাংলাদেশ (Bangladesh)। বুধবার মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয় এই বিষয়ে। পাশাপাশি খোদ ইউনূসও একটি পৃথক বিবৃতি দেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুনঃ Surgical Strike : আসমুদ্র হিমাচল চাইছে বদলা! সার্জিক্যাল স্ট্রাইক কি তবে সময়ের অপেক্ষা?
গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। প্রায় প্রতিদিনই কোনও না কোনও হিংসার ঘটনা সামনে আসছে। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে পহেলগাঁও (Pahalgam) হামলায় দুঃখপ্রকাশ করে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন ইউনূস। পাশাপাশি জঙ্গি হামলায় নিহতদের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে (Pahalgam) পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। শুধু ভারত নয়, এই ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আমেরিকা, ব্রিটেন, চিন ইত্যাদি দেশ মঙ্গলবারই এই নৃশংস হত্যালীলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছিল। তবে বাংলাদেশ এই ঘটনা প্রসঙ্গে কী বলে সেদিকেই নজর ছিল সকলের। শেষপর্যন্ত বুধবার দুপুরে জানা গেল ইউনূস তথা বাংলাদেশের বক্তব্য।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এদিকে পহেলগাঁওয়ের ঘটনার বদলা চেয়ে ফুঁসছে গোটা দেশ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) যে প্রসঙ্গে জানিয়েছেন, “এমন জবাব দেওয়া হবে যা গোটা বিশ্ব দেখবে।” অন্যদিকে ভারতীয় সেনার তরফেও জানিয়ে দেওয়া হয়, তারা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। সব মিলিয়ে ক্রমেই বাড়ছে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে লেখা হয়, “ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এই অর্থহীন হিংসায় যাঁদের ক্ষতি হয়েছে তাঁদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং অটল।”