PM Modi’s Promises : “এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না”, প্রকাশ্য সমাবেশে হুংকার মোদীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরোঃ পুলওয়ামার পর কাশ্মীরে সবথেকে বড় জঙ্গি হামলা পেহেলগাঁওতে ( Pahalgam)। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। তারপরেই পর পর জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারেই পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। তার পরেই বৃহস্পতিবার বিহার থেকে ফের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওতে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিশ্রুতি (PM Modi’s promises) দিয়েছেন যে এই হামলার পেছনে থাকা সন্ত্রাসবাদী এবং ষড়যন্ত্রকারীদের তাদের কল্পনার বাইরেও শাস্তি দেওয়া হবে।

বিহারের মধুবনীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী সভার শুরুতেই পহেলগাঁওয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নীরবতা পালন করেন। তারপরেই তাঁর বার্তা পুনর্ব্যক্ত করে বিশ্বকে এই বার্তা দিয়েছেন যে ভারত তার চেতনায় আঘাত হানতে চাওয়া ব্যক্তিদের ছেড়ে কথা বলবে না। প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের ট্র্যাক করবে এবং শাস্তি দেবে।” পহেলগাঁও নিয়ে প্রকাশ্যে মুখ খুলেই প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” মোদী আরও বলেন, “এই হামলা শুধু ওই পর্যটকদের উপর হামলা নয়। ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা। এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না।”

আরও পড়ুনঃ Pahalgam attack : কোন পথে ফিরতে পারে হামলাকারী জঙ্গিরা, জেনে নিন কি জানাচ্ছেন গোয়েন্দারা

বিহার থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি (PM Modi’s promises) দিয়ে বলেছেন, “আজ, বিহারের মাটি থেকে আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদ ভারতের চেতনাকে কখনও ভাঙতে পারবে না।” প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসবাদদীতা শাস্তির বাইরে থাকবে না এবং গণহত্যায় নিহত নিরীহ প্রাণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তিনি আরও বলেন যে শাস্তি এত কঠোর হবে যে সন্ত্রাসীরা এটি কল্পনাও করতে পারছে না। পাহেলগামকে রক্তাক্ত করা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুরো জাতি এই সংকল্পে এক। মানবতায় বিশ্বাসী সকলেই আমাদের সঙ্গে আছেন। শাস্তি হবে তাৎপর্যপূর্ণ এবং কঠোর, যা এই সন্ত্রাসবাদীরা কখনও কল্পনাও করেনি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT