নিউজ পোল ব্যুরো: যে স্থানকে আমরা ভূস্বর্গ বলি, সেখান থেকেই এবার ফিরলেন মনীশরঞ্জন মিশ্র। তবে হাতে উপহার নয়, মনে পরিতৃপ্তি নয়, ফিরলেন নিথর দেহে, তেরঙার মোড়ানো কফিনে। পুরুলিয়ার ঝালদার এই তরুণ আইবি অফিসার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) শহিদ হন। বৃহস্পতিবার (Thursday) সকালেই তাঁর মরদেহ (Pahalgam Terror Attack) এসে পৌঁছায় রাঁচির বিমানবন্দরে। সেখান থেকে সিআরপিএফের (CRPF) ‘গার্ড অফ অনার’-এর পর রওনা দেন নিজের মাটির উদ্দেশ্যে ঝালদার দিকে।
আরও পড়ুন: Digital Strike Pakistan: সোশ্যাল মিডিয়া সার্জিক্যাল স্ট্রাইক! পাকিস্তানকে ব্লক করল ভারত
শহিদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ঝালদার বাড়িতে পৌঁছানোর পর তাঁর শেষযাত্রা শুরু হবে। শহিদ মনীশকে সম্মান জানিয়ে তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন হবে ঝালদা শ্মশানে, যেখানে আবার একবার তাঁকে ‘গার্ড অফ অনার’ জানাবে কর্তৃপক্ষ। আজ তাঁর বাড়িতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এছাড়াও উপস্থিত থাকবেন শাসক দলের প্রতিনিধিরাও।
এই মর্মান্তিক ঘটনার (Pahalgam Terror Attack) প্রতিবাদে এবং শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে ঝালদায় (Jhalda) আহ্বান করা হয় ১২ ঘণ্টার বনধ। ঝালদা নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাকে আয়োজিত এই বনধে সকাল ৬টা থেকেই স্তব্ধ হয়ে যায় শহর। দোকানপাট, বাজার, যান চলাচল সব থমকে যায় এক নিঃশব্দ শোকপ্রকাশে। শহরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই প্রতিবাদে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
একটি প্রশ্ন থেকেই যায়! এই আত্মবলিদান কি আমাদের আরও সংবেদনশীল, আরও সংহত করে তুলবে? নাকি প্রতিবারের মতো কয়েকদিনের শোকেই থেমে যাবে আমাদের বিবেক? শহিদ মনীশরঞ্জনের আত্মত্যাগ যেন কেবল চোখের জলেই না মুছে যায় বরং জাগিয়ে তোলে আমাদের ভিতরের দেশপ্রেম।