Pahalgam Attack: জঙ্গিদের গোপন পথপ্রদর্শক! কী বলছে তদন্ত?

দেশ

নিউজ পোল ব্যুরো: কাশ্মীর উপত্যকা (Pahalgam Attack) আবারও রক্তে রঞ্জিত। শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতা আবারও সামনে এল। সম্প্রতি অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁও এলাকায় (Pahalgam Attack) ভয়াবহ জঙ্গি হামলায় (Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। তবে এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ ও মর্মান্তিক দিকটি হল এই নৃশংসতার মূল সূত্রধর পাকিস্তানি (Pakistan) জঙ্গিদের ‘গাইড’ হয়ে উঠেছিল অনন্তনাগেরই এক স্থানীয় যুবক আদিল ঠোকর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভূস্বর্গ থেকে ফিরলেন না, ফিরলেন কফিনে! ঝালদায় শোকের ছায়া, বনধে স্তব্ধ শহর

তদন্তে উঠে এসেছে, আদিল ঠোকর ওরফে আদিল গুরি ২০১৮ সালে পাঞ্জাব সীমান্তের অটারী-ওয়াঘা পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং সেখানে গোপনে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ২০২৪ সালের শেষ দিকে আবার কাশ্মীরে (Kashmir) ফিরে আসে সে। দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তাকে একাধিকবার দেখা গিয়েছে বলে দাবি করছে সূত্র।

স্থানীয় হওয়ার সুবাদে পহেলগাঁও (Pahalgam Attack) ও বৈসরন এলাকার প্রতিটি পাহাড়, গহ্বর, গোপন পথ তার হাতের রেখার মতো চেনা। সূত্রের মতে, বৈসরনের এক প্রান্তের ঘন পাইনের জঙ্গলকেই হামলার জায়গা হিসেবে বেছে নেয় জঙ্গিরা। আর এই জায়গা বেছে দিতে সেখানে গোপনে ঘাঁটি গাড়তে এবং পালানোর পথ ঠিক করে দিতে সক্রিয় ভূমিকা নেয় আদিল ঠোকর।

তবে এই ঘটনার মধ্যে রয়েছে আরও এক ‘আদিল’ সৈয়দ আদিল হুসেন শাহ। পেশায় ঘোড়াচালক এই যুবক পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে রোজগার করতেন। যখন জঙ্গিরা হামলা চালায়, তখন তিনিও সেখানেই ছিলেন। নিরস্ত্র এই সাহসী যুবক রুখে দাঁড়িয়েছিলেন হামলাকারীদের বিরুদ্ধে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তাঁর শরীর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চলছে, সেই বিশ্বাসঘাতক ও তার পাকিস্তানি সঙ্গীদের খোঁজে। কাশ্মীরের আকাশ যেন আজ শুধু একটাই প্রশ্ন করছে—আর কত?