Pahalgam: নদী পথে কূটনীতি! ভারতের সিদ্ধান্তে কাঁপছে ইসলামাবাদ

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam) রেশ কাটতে না কাটতেই ভারতের কূটনৈতিক মঞ্চে শুরু হয়েছে এক নিরব পাল্টা চাল। মৃদুস্বরে অথচ গভীর বার্তা নিয়ে সামনে এসেছে এক ‘জলঘন’ সিদ্ধান্ত। দিল্লিতে (Delhi) মঙ্গলবার (Tuesday) একাধিক ধাপে বৈঠক করে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে স্পষ্ট এবার অস্ত্র নয়, নদীর ধারা দিয়েই কোণঠাসা করা হবে পাকিস্তানকে (Pakistan)।

আরও পড়ুন: Indian Navy : নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত, তাহলে কি পাকিস্তানের উপর প্রত্যাঘাত শুরু?

বিদেশ মন্ত্রকের তরফে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত সামনে এসেছে, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ‘সিন্ধু জল চুক্তি’ নিয়ে ভারতের ভাবনা বদল। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এই ঐতিহাসিক চুক্তি, যা ভারত ও পাকিস্তানের (India Vs Pakistan) মধ্যে নদীর জল বণ্টন (River water distribution) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেতু ছিল। সেই সেতু ভাঙতে চলেছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ভূগোলবিদদের মতে, এই চুক্তি বাতিল হলে পাকিস্তানের কৃষি, শিল্প, বিদ্যুৎ এবং নগর জীবনে অভাবনীয় সঙ্কট দেখা দিতে পারে।

চুক্তি অনুযায়ী, সিন্ধু নদ ও এর উপনদী বিতস্তা ও চন্দ্রভাগার উপর পাকিস্তানের অধিকার ছিল, আর বিপাশা, শতদ্রু এবং ইরাবতীর জল ব্যবহারের অধিকার ছিল ভারতের হাতে। এখন ভারতের লক্ষ্য, পাকিস্তানের জলনির্ভরতা কাজে (Pahalgam) লাগিয়ে তাকে চাপের মুখে ফেলা।

পাকিস্তানের জনসংখ্যার অন্তত ৬১ শতাংশের জীবন-জীবিকা এই সিন্ধু অববাহিকার উপর নির্ভরশীল। ৮০ শতাংশ কৃষিকাজ, গুরুত্বপূর্ণ শহরগুলির (যেমন করাচি, লাহোর, মুলতান) পানীয় জল সরবরাহ, এবং জলবিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এই নদীগুলোর উপর নির্ভরশীল। সেই সরবরাহ যদি ব্যাহত হয়, তবে পাকিস্তানে দেখা দিতে পারে জলের তীব্র সঙ্কট, খাদ্য নিরাপত্তার হুমকি এবং বিদ্যুৎ বিপর্যয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারতের এই সিদ্ধান্তকে (Pahalgam) ইতিমধ্যেই ‘জল-যুদ্ধ’ আখ্যা দিয়েছে পাকিস্তান সরকার। বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস লেখরি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টারা কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি (Pakistan National Security) কমিটির সঙ্গে জরুরি বৈঠকের ডাকও পড়েছে।