নিউজ পোল ব্যুরো: এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গে (Weather)গরমের প্রকোপ ক্রমেই বাড়ছে। বৃষ্টি প্রায় অনুপস্থিত, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বিশেষত দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখন কার্যত তাপপ্রবাহের মধ্যে দিন কাটাচ্ছেন। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরং আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে এবং বিভিন্ন জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা হঠাৎ করেই পাঁচ থেকে ছ’ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরেও। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/04/18/dilip-ghosh-got-married-with-rinku-majumdar/
আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকলেও তা বৃষ্টি না হয়ে ভূপৃষ্ঠে জমে থাকছে। এর ফলে রাতেও তাপ কমছে না। উপরন্তু ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করা গরম হাওয়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা (Temperature) আরও বাড়িয়ে দিচ্ছে।তাপপ্রবাহ বলতে বোঝায়, যখন কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি হয় এবং ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলে। দক্ষিণবঙ্গের (South Bengal) অনেক জায়গায় সেই পরিস্থিতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর বেশ কিছু সতর্কতা জারি করেছে। বয়স্ক ও শিশুদের দীর্ঘ সময় রোদের মধ্যে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকলকে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা, ছাতা বা টুপি ব্যবহার করা এবং যথেষ্ট পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আপাতত ২৬ এপ্রিলের (April) আগে আবহাওয়ার (Weather) উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। যদিও রবিবার থেকে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিকে আরও কয়েক দিন গরমের দাপট সহ্য করতেই হবে।