Dilip Ghosh : “সাপের মাথা থেঁতলে দিয়েছেন মোদি…”

breakingnews কলকাতা জেলা দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে (Pahalgam) নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে গোটা বিশ্বে। আর এবারে আরও একবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজকার মত শুক্রবার সকালেও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীর নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন।

আরও পড়ুনঃ Dilip Ghosh Wedding : দিলীপ না রিঙ্কু, কে প্রথম কাছে এসেছেন?

কাশ্মীরে পাথর ছোঁড়া মানুষ আজ প্রাণপণে ইনসানিয়ত দেখাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “প্রায় ৬ বছর হতে চলল ৩৭০ প্রত্যাহার হয়েছে। আমি তার মধ্যে নিজে দুবার ঘুরে এসেছি। একবার লে লাদাখ গিয়েছি। তারপর অমরনাথ গিয়েছি। আমি নিজে দেখেছি, কী বিপুল মানুষের ঢল। কোনও সমস্যা নেই। যারা খুব আগ্রহ দেখিয়েছিল নির্বাচন দিন, সেখানে কেন্দ্র নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে। এখন সেখানে গুলি চলছে কেন তার জবাব নির্বাচিত সরকারকে দিতে হবে। এই নির্বাচিত সরকারের আমলে এতবড় বিপর্যয় হল কেন? কেন গোটা দেশ গোটা বিশ্ব কেঁপে গিয়েছে?” যোগ করেন, “কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কে পাঠিয়েছে। তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারোনি। প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক কেন্দ্র সরকারের আশ্বাসে যাচ্ছিল। স্থানীয় মানুষ এখন হাহাকার করছে। বলছে আমরা ছাড়ব না। হোটেল খালি হয়ে গিয়েছে। এবার স্থানীয় মানুষ খাবে কী? ওরা ৪০ বছর সন্ত্রাসবাদ দেখেছে। সেই সময় ওরা কাটিয়ে উঠেছে। তবে আমার মনে হয় এই আতঙ্ক বেশিদিন থাকবে না। কারণ সাপের মাথা মোদি থেঁতলে দিয়েছেন। মাঝে মাঝে শুধু লেজটা নড়ে উঠছে।”

সন্ত্রাসবাদ কেন মাথাচাড়া দিয়ে উঠল ফের? এই প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “লোকের হাতে কাজ আছে। সবার হাতে পয়সা আছে। সবাই ভাল আছে। এটা সন্ত্রাসবাদীরা মেনে নিতে পারছিল না। কেউ হাতে বন্দুক তুলে নিতে রাজি হচ্ছিল না। তাই এইভাবে পর্যটকদের ভয় দেখিয়ে তাদের আসা বন্ধ করে আবার হাতে বন্দুক তুলে দেওয়ার চেষ্টা। পাথর গ্রেনেড তুলে দেশ বিরোধী কাজ করিয়ে নেওয়ার চেষ্টা। আমার মনে হয় ওখানে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা এইভাবে খুব সুবিধা করতে পারবে না। গোটা দেশ সঙ্গে আছে। ওখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সরকার আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমার ধারণা, সরকার আবার সেরকমই কিছু করবে। মোদির ওপর ভরসা রাখা উচিৎ। যারা চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করব। কিন্তু এখন গোটা দেশ একসঙ্গে লড়ব।”

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর স্লিপ অফ টাং প্রসঙ্গেও মুখ খোলেন বিজেপি নেতা‌। তাঁর কথায়, “মানুষ আবেগে বা ভুলের বশে এরকম বলে ফেলে। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই এরকম ভুল বলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোল হয়। আসলে ওরা এখন কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের ছেদো রাজনীতি না করাই ভাল।” এছাড়া বাংলাদেশকেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ (Dilip Ghosh)। বলেন, “ছোট ছোট দেশ। দুর্বলতা এবং দারিদ্রতার পূর্ণ। সেখানে কিছু মানুষ এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। আমাদের সরকার সংযম রেখেছে। কয়েকটা লোকের জন্য ২০ কোটি মানুষের দেশকে সাজা দেওয়া যায়না। তারা আমাদের প্রতিবেশী। আমাদের ভাই। একই শরীর থেকে আমাদের জন্ম। সেটা আমরা ভুলিনি। ওখানে লোক বুঝতে শুরু করেছে চক্রান্ত করে ওখানে সরকার ফেলা হয়েছে। মানুষ জাগছে। আমার ধারণা, বাংলাদেশে শান্তি ফিরবে। পাকিস্তানকে শিখিয়েছি। বাংলাদেশকে বুঝতে হবে ভারতের পাশে থাকলেই তারা শান্তিতে থাকবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এছাড়া বাঙালি বিএসএফ জওয়ানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আটক হওয়া নিয়েও প্রশ্ন রাখা হয় দিলীপের সামনে। তার পরিপ্রেক্ষিতে বলেন, “এরকম ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের বিডিআর এখানে ঢুকে বিএসএফকে ছিনিয়ে নিয়ে গেছিল। সেইদিন চলে গেছে। অভিনন্দন বর্তমান সসম্মানে ফিরে এসেছিলেন। ইনিও ফিরে আসবেন। ভগবানের ওপর ভরসা রাখুন। সরকারের ওপর ভরসা রাখুন।