নিউজ পোল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল পহেলগাঁওয়ে হামলার (Kashmir Terror Attack) মূল অভিযুক্ত জঙ্গি আসিফ শেখের (Asif Shaikh) বাড়ি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পুলওয়ামার (Pulwama) ওই বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিদের গোপন পথপ্রদর্শক! কী বলছে তদন্ত?
সূত্রের দাবি, আসিফ শেখের বাড়িটি তখন ফাঁকা ছিল। কিন্তু বাড়ির ভেতরে সন্দেহজনক কিছু সামগ্রী নজরে আসায় বাহিনীর সদস্যদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটে প্রবল বিস্ফোরণ (Kashmir Terror Attack)। বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক (Kashmir Terror Attack) মজুত ছিল। শুধু আসিফের বাড়িই নয়, পহেলগাঁওয়ে হামলাকারীদের পথ দেখানো জঙ্গি আদিল ঠোকরের বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বৈসরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন জঙ্গি। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং বাকি দু’জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। এই কাশ্মীরি জঙ্গিদের মধ্যে অন্যতম ছিল আসিফ শেখ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে কড়া নজরদারি শুরু করেছে বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে ফের একবার কেঁপে উঠল অনন্তনাগ। গুঁড়িয়ে দেওয়া হল কুখ্যাত জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুরির পৈতৃক বাড়ি। গোয়েন্দা সূত্রে খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাড়ি দিয়েছিল আদিল, যেখানে তাকে কঠোর জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ছায়া থেকে বেরিয়ে ২০২৪-এ সে আবার কাশ্মীরে ফিরে আসে।
সম্প্রতি পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যেই ভয়ঙ্কর হামলা হয়, তার নেপথ্যে মূল মদতদাতা হিসেবেই উঠে এসেছে আদিলের নাম। জঙ্গিদের গাইড করেছিল সে নিজে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল নিরাপত্তা সংস্থাগুলি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলাকারীরা সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশে ঢুকে পড়েছিল একটি রিসর্টে। ধর্মীয় পরিচয় যাচাই করে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের লক্ষ্য করে চালানো হয় গুলি—চলার সময় ৪০ রাউন্ডের বেশি গুলি বর্ষিত হয়। পুলওয়ামার পর এটিই কাশ্মীরের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে।
ঘটনার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। এবার পালটা প্রতিঘাতে উড়ে গেল সেই লস্কর সদস্যেরই আস্তানা। অনন্তনাগে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে গেল জঙ্গি আদিল গুরির বাড়ি।