নিউজ পোল ব্যুরো: নিশব্দে প্রতিবাদ জানানোতেও এক গভীর ভাষা লুকিয়ে থাকে। ঠিক যেমন বারবার প্রমাণ করেন মুর্শিদাবাদের গানের জাদুকর অরিজিৎ সিং (Arijit Singh)। যিনি আজ শুধুই গায়ক নন একজন ভাবুক, এক সংবেদনশীল শিল্পীও বটে। আন্তর্জাতিক মঞ্চে যিনি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়। তিনিই (Arijit Singh) আরেকবার বুঝিয়ে দিলেন মানবতার ওপর যখন আঘাত আসে, তখন সুরও থেমে যেতে জানে।
আরও পড়ুন: Pahalgam Attack: ছেলের শেষ কথা শুনেই আঁচ করেছিলেন মা?
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বৈসরণ উপত্যকায় এক নির্মম সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এই হৃদয়বিদারক ঘটনার পরে গোটা দেশে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। আহত হয়েছেন আরও অনেকে। যাদের অনেকে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। এড়িয়ে যাননি অরিজিৎও (Arijit Singh)। তবে তিনি কখনও সোশ্যাল মিডিয়ার (Social Media) শব্দে নয় বরং নিজের সৃষ্টির মধ্য দিয়ে প্রতিবাদ জানান। এ বারও তার ব্যতিক্রম ঘটেনি।
চেন্নাইয়ে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য অরিজিতের কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সংস্থা ও শিল্পী যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত জানিয়ে অরিজিৎ একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলকে অবগত করেন। বার্তায় বলা হয়েছে, “সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠান বাতিল করছি। এই মুহূর্তে উৎসবের সময় নয়, সহমর্মিতা ও সংবেদনের সময়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, এই কনসার্টের সমস্ত টিকিটধারীদের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। টাকাগুলি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।