West Bengal Weather Forecast: শনিবার থেকে রাজ্যে ঝড়বৃষ্টি, কিছুটা স্বস্তি মিলতে পারে তাপপ্রবাহের দাপট থেকে

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে চলতে থাকা তাপপ্রবাহ (heatwave) পরিস্থিতির মধ্যেই আশার খবর দিয়েছে (West Bengal Weather Forecast)আলিপুর আবহাওয়া দফতর।তাদের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে।এই বৃষ্টির ফলে তাপপ্রবাহের (West Bengal Weather Forecast) প্রকোপ কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

শনিবার থেকেই বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে রাজ্যে ঢুকবে অতিরিক্ত জলীয় (West Bengal Weather Forecast) বাষ্প। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।শনিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু শনিবারেই নয়, রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।আলিপুর আবহাওয়া দফতরের (met office) পূর্বাভাস, এই তিন দিন অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে ধারাবাহিকভাবে। বৃষ্টির মাত্রা কোথাও কোথাও মাঝারি থেকে ভারী হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বৃষ্টির দৌলতে গরম একেবারে কমে যাবে না—এই সময় আর্দ্রতা বাড়বে, ফলে অস্বস্তি থেকেই যাবে।উত্তরবঙ্গের জেলাগুলিও এই বৃষ্টির পরিধিতে পড়বে।মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে।এই অঞ্চলেও বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে।সেই সঙ্গে কিছু এলাকায় হালকা শিলা বৃষ্টিও (hailstorm) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কিছুটা নামবে ঠিকই, কিন্তু গরমের কষ্ট পুরোপুরি কমবে না। বিশেষ করে উপকূল ও শহরাঞ্চলে আর্দ্রতা (humidity) এতটাই বেশি থাকবে যে গরমের অস্বস্তি বজায় থাকবে।তবে তাপপ্রবাহের তীব্রতা কমবে, যা কিছুটা স্বস্তির।এই অবস্থায় দফতরের পরামর্শ—আবহাওয়ার খবরে নজর রাখা, প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া এড়ানো এবং পর্যাপ্ত জল পান করা।আগামী কয়েক দিন গরম ও বৃষ্টির এই দ্বৈত পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT