নিউজ পোল ব্যুরো: দেশপ্রেমের ঋণ কখনও শোধ হয় না। তবুও একেকটি শহিদের বিদায়ে (Indian Army) জাতি মাথা নোয়ায় সম্মানে। জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হলেন নদিয়ার সাহসী সন্তান ভারতীয় সেনার ৬ প্যারা এসএফ জওয়ান (Indian Army) ঝন্টু আলি (Jhantu Ali Sheikh) শেখ। শনিবার সকালে তার নিথর দেহ ফিরে এল নদিয়ার (Nadia) তেহট্টের পাথরঘাটা গ্রামে।
আরও পড়ুন: Kashmir News: পহেলগাঁও হামলার বদলা নিতে তৎপর ভারতীয় সেনা, একের পর এক বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। পর্যটকদের টার্গেট করে হামলায় প্রাণ যায় ২৬ জনের। এর পরপরই সেনাবাহিনী চালায় পালটা অভিযান। সেই অভিযানে ঝাঁপিয়ে পড়েন ঝন্টু। উধমপুরের সংঘর্ষে জঙ্গিদের (Indian Army) গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।
শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়। গভীর রাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এসে পৌঁছোয় দেহ, সেখান থেকে সড়কপথে নিয়ে আসা হয় পাথরঘাটায়। ছোট ছেলের (Indian Army) নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর বৃদ্ধ বাবা-মা। গ্রামের ইদগাহ ময়দানে তাঁকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন শত শত মানুষ।

শহিদ ঝন্টুর স্ত্রী ঝুমা, ছেলে তনভির ও মেয়ে রেহানাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়। তাঁরা আগরার সেনা ক্যান্টনমেন্ট থেকে এসেছেন। ঝন্টুর দাদা নাজিম ও বৌদি অনিন্দিতা দু’জনেই সেনাবাহিনীতে কর্মরত। অনিন্দিতা বর্তমানে কাশ্মীরেই। ঝন্টুর মৃত্যুসংবাদ তিনিই প্রথম পৌঁছে দেন পরিবারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফোনে কথা বলেছেন ঝন্টুর পরিবারের সঙ্গে। পাশে থাকার বার্তা দিয়েছেন ঝন্টুর দাদাকে। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে একাধিক রাজনৈতিক দল, স্থানীয় নেতৃত্ব, এমনকি সাংসদ মহুয়া মৈত্রও।
দেশের জন্য আত্মবলিদান দেওয়া শহিদ ঝন্টু শেখ আজ শুধুমাত্র নদিয়ার নয়, গোটা বাংলার গর্ব। তাঁর বলিদান যেন অকার্যকর না হয়, এটাই চায় তাঁর পরিবার ও সমগ্র দেশ।