Local Train Cancellation: লক্ষাধিক মানুষের যাত্রাপথে রেল ব্রেক! উদ্দেশ্যপ্রণোদিত বলছে তৃণমূল

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ-পূর্ব রেলের হঠাৎ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে রাজনীতি মহল। দীঘাগামী দুটি জনপ্রিয় লোকাল ট্রেন (Local Train Cancellation) হাওড়া-দীঘা স্পেশাল এবং পাঁশকুড়া-দীঘা স্পেশাল আগামী ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ রাখা হবে। রেলের দাবি, এই সিদ্ধান্ত অপারেশনাল অসুবিধা ও পর্যাপ্ত বগির অভাবের কারণে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Digha News: দিঘায় জগন্নাথ ধামের পাল্টা কাঁথিতে বিজেপির লক্ষ সনাতনী সমাবেশ, রাজনৈতিক তরজা চরমে

কিন্তু এই ট্রেন বন্ধের (Local Train Cancellation) সময়ে বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ৩০ এপ্রিল দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করতে চলেছেন বহু প্রতীক্ষিত জগন্নাথদেবের মন্দির (Jagannath Temple)। উৎসাহী মানুষের ঢল নামার কথা সেদিন। ঠিক তার আগেই রেলের এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

তৃণমূল কংগ্রেস (TMC) এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে। দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) সাফ জানিয়ে দিয়েছেন, “এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে মানুষের উৎসাহ দমন করতে চাইছে। কিন্তু ইতিহাস রচনার দিনকে থামানো যাবে না। লক্ষাধিক মানুষের সমাগম হবেই।”

বিজেপির (BJP) পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নেতা ওমপ্রকাশ সিং। তিনি বলেন, “রেল কর্তৃপক্ষ তাদের কাজ দায়িত্ব নিয়েই করেছে। এখানে রাজনৈতিক অভিসন্ধি খোঁজা ঠিক নয়। বরং মন্দিরকে ঘিরে তৃণমূলই রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত ফের নতুন রূপ নিল। ট্রেন বন্ধ (Local Train Cancellation) নিয়ে সাধারণ মানুষও চিন্তায় পড়েছেন, যাঁরা দীঘায় ভ্রমণ বা মন্দির দর্শনে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এখন প্রশ্ন উঠছে—পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা কি নেওয়া হবে?