সুমনা আদক, আমেরিকা: শিল্পের ভাষা এক — সে পেরিয়ে যায় দেশের সীমানা, জাতির প্রাচীর কিংবা সংস্কৃতির সীমাবদ্ধতা। শিল্পই একমাত্র মাধ্যম! যেখানে আবেগ, ইতিহাস আর সংস্কৃতি মিলে এক অলৌকিক রূপ নেয়। ঠিক এমনই এক অভূতপূর্ব শিল্প উৎসবের সাক্ষী থাকছে আমেরিকার (America Asian Art Exhibition) নিউজার্সি এই বসন্তে — যেখানে মিলবে এশিয়ার (Asia) নানা দেশের সৃষ্টিশীলতার ছাপ এবং সেইসাথে প্রবাসী ভারতীয়দের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
আরও পড়ুন: Pakistan: ১৪ বছরের কারাদণ্ড ইমরান খানের

২০২৫ সালের ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিউজার্সিতে আয়োজিত হচ্ছে “South Asian Artists of America”-র (America Asian Art Exhibition) এক বহুবর্ণ শিল্প প্রদর্শনী। আয়োজনে অংশ নিচ্ছেন ২১টি দেশের ২১ জন খ্যাতনামা শিল্পী — ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, চিন, কোরিয়া সহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিত্ব থাকবে এই আয়োজনে।
শুধু চিত্রকলাই নয়, থাকছে হস্তশিল্প, কাঠের কাজ, সেরামিক আর্ট, কাগজশিল্প এবং চীনের ঐতিহ্যবাহী হ্যান্ড পাপেটের প্রদর্শনীও। এই মহতী উদ্যোগের পেছনে রয়েছেন একদল উৎসাহী নারী সংগঠক, যারা প্রমাণ করে দিচ্ছেন শিল্পের জগতে নারীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এ প্রদর্শনীর অন্যতম বিশেষত্ব হলো, এটি কেবল শিল্পের শোভা নয় বরং এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলনমেলা। যেখানে প্রতিটি শিল্পকর্ম একেকটি ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উৎসবের মূল আকর্ষণ ভারতীয় সভ্যতার বিবর্তনকে ঘিরে একটি থিম্যাটিক গ্যালারি (Theme Gallary)। যেখানে উঠে আসবে ভারতবর্ষের প্রাচীন থেকে আধুনিক শিল্পচিন্তা। থাকবে শাস্ত্রীয় শিল্পকলা, লোকশিল্প ও সমকালীন শিল্পের একত্র উপস্থাপনা।নিউজার্সির (America Asian Art Exhibition) স্থানীয় প্রশাসন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বিশ্বাস করেন, এমন উদ্যোগ প্রবাসী সমাজের সংস্কৃতি ধরে রাখার সঙ্গে সঙ্গে বহুজাতিক সমাজের মধ্যে সৌহার্দ্য এবং সহাবস্থানের বার্তা দেয়।