নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (India-Pakistan) মাটিতে পরিকল্পিত পহেলগাঁও জঙ্গি হামলার পর (Pahalgam Terror Attack) ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া শুধু সীমান্তেই থেমে থাকেনি! এবার রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেও পাকিস্তানকে (India-Pakistan) আক্রমণ করল ভারত। আন্তর্জাতিক স্তরে কূটনৈতিকভাবে এবার সরাসরি সন্ত্রাস-প্রশ্রয়দাতার মুখোশ খুলে দিল নয়াদিল্লি (Delhi)।
আরও পড়ুন: Kashmir: কাশ্মীরে পর্যটন শিল্পে ধাক্কা, নিরাপত্তার কারণে ৪৮টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে আয়োজিত ‘ভিকটিমস অব টেররিজম অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’-এর অধিবেশনে ভারতের প্রতিনিধি যোজনা পটেল (Yojna Patel) এক গম্ভীর ও সুসংহত বার্তায় তুলে ধরেন পাকিস্তানের (Pakistan) ভূমিকাকে। তাঁর অভিযোগ, একটি দেশ নিয়মিত ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এবং এই আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করছে প্রোপাগান্ডা ছড়াতে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, এই বক্তব্যের পেছনে পটেল যে তথ্য তুলে ধরেন তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের (Khwaja Asif) মুখ থেকেই এসেছে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, “আমরা গত তিন দশক ধরে আমেরিকার (America) হয়ে এই নোংরা কাজ করে চলেছি।” এই বক্তব্যেই স্পষ্ট, জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে কীভাবে পাকিস্তান (India-Pakistan) সন্ত্রাসবাদকে লালনপালন করে এসেছে।
ভারতের কূটনৈতিক বার্তা ছিল সোজাসাপ্টা। এই স্বীকারোক্তি নতুন নয়, কিন্তু এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সত্যকে আর উপেক্ষা না করা। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর বিশ্বের বিভিন্ন দেশের সহানুভূতির প্রতিক্রিয়া প্রমাণ করে, সন্ত্রাসবাদ আজ আর কারও চোখে গ্রহণযোগ্য নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
যোজনা পটেল ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ টেনে বলেন, ভারত জানে সন্ত্রাসবাদের ক্ষত কতটা গভীর হয়। শুধুমাত্র যে প্রাণহানি ঘটে তা নয়, আক্রান্ত পরিবারগুলির জীবনে থেকে যায় দীর্ঘমেয়াদি প্রভাব।