নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) রেশ কাটতে না কাটতেই রাজনীতির (BJP) মঞ্চে শুরু হয়ে যায় তীব্র বাকযুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সর্বদলীয় বৈঠকে অনুপস্থিতি নিয়ে কংগ্রেস যখন সোশাল মিডিয়ায় (Social Media) পোস্টার হানায় নামে, তখন সেই সুযোগেই পাকিস্তান (Pakistan) ভারতীয় রাজনীতির বিতর্কে।
আরও পড়ুন: Donald Trump : অবিশ্বাস্য! আমেরিকায় শিক্ষা দফতরই তুলে দিলেন ট্রাম্প
কংগ্রেস (Congress) তাদের অফিশিয়াল সোশাল মিডিয়ায় (Social Media) মোদীর একটি ‘মাথাবিহীন’ ছবি শেয়ার করে, যার উপরে বড় করে লেখা ছিল “গায়েব” অর্থাৎ ‘নিখোঁজ’। ক্যাপশনে লেখা, “দায়িত্বের সময় অদৃশ্য”। এই পোস্ট ঘিরেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, “গাধার মাথা থেকে শিং হারানোর কথা শুনেছিলাম, এখানে তো মোদী নিজেই নিখোঁজ।”
এই পোস্টের তীব্র প্রতিবাদ করে বিজেপি (BJP)। এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “কংগ্রেস পাকিস্তানের সমর্থক। এদের ‘লস্কর-ই-পাকিস্তান কংগ্রেস’ বললেও ভুল হবে না।” তিনি আরও দাবি করেন, কংগ্রেসের এই পোস্ট পাকিস্তানকে বার্তা দেয় যে তাদের এখানকার মিত্ররাও সক্রিয়।
‘সর তান সে জুদা’ ধরণের মনোভাব কংগ্রেসে জায়গা করে নিচ্ছে বলেও অভিযোগ করে বিজেপি (BJP), যা দেশের জন্য অত্যন্ত লজ্জার বলে দাবি করেন তারা।
এই তীব্র আক্রমণের পাল্টা জবাবে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানান, “প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না কেন, তা জানতে চাওয়াটা তো জনগণের অধিকার। আমরা কোনও রাজনৈতিক সুবিধা নিচ্ছি না বরং এই দুঃসময়ে দেশের স্বার্থে সবাইকে একজোট করার চেষ্টা করছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং খাড়গে (Mallikarjun Kharge) ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ সংসদ অধিবেশনের দাবি জানিয়ে চিঠি লিখেছেন।