India Top Secret Forces: ভারতের ৯ গোপন এলিট ফোর্স, যাদের নামে কাঁপে পাকিস্তান

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: যুদ্ধ মানেই শুধু কামানের গর্জন নয়, যুদ্ধ মানে কখনও কখনও নিঃশব্দে এক মারাত্মক আঘাত, যা শত্রুকে সময় দেয় না প্রতিরোধেরও। ভারতীয় সেনাবাহিনীর (India Top Secret Forces) এমনই কিছু বিশেষ ইউনিট রয়েছে, যাঁরা সাধারণ চোখের আড়ালে থাকেন কিন্তু প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে শাস্তি দিয়ে আসেন নিঃশব্দে। যুদ্ধ (War) না হলেও, পাকিস্তানের (Pakistan) ঘুম কেড়ে নেওয়ার জন্য এঁরাই যথেষ্ট। কেউ এদের দেখে না, কেউ চেনে না, কিন্তু এদের অস্তিত্বই শত্রুর কাছে দুঃস্বপ্নের মতো।

আরও পড়ুন: BJP: কংগ্রেসই পাকিস্তানের হাতিয়ার! কড়া আক্রমণ বিজেপির

এই প্রতিবেদনে আমরা জানব ভারতের সেই ৯টি এলিট স্পেশ্যাল ফোর্স (India Top Secret Forces) সম্পর্কে। যারা দক্ষতা, সাহস আর দেশপ্রেমের অনন্য উদাহরণ। বিশ্বমানের প্রশিক্ষণে গড়ে ওঠা এই যোদ্ধারা হলেন ভারতের ‘লুকোনো অস্ত্র’।

১. দ্য স্পেশ্যাল গ্রুপ (SG): এরা এমন এক বাহিনী, যাদের অস্তিত্ব নিয়েই রয়েছে গভীর রহস্য। ভারতীয় গুপ্তচর সংস্থা R&AW-এর অধীনে এই ইউনিট অপারেটস করে। ছদ্মবেশে শত্রু দেশে ঢুকে গোপন তথ্য উদ্ধার, অপহরণকৃত ভারতীয়দের উদ্ধার — সবই নিঃশব্দে সম্পন্ন করে ফেলে এরা। এক কথায়, এরা ভারতের “Ghost Warriors”।

২. প্যারা স্পেশ্যাল ফোর্স (Para SF): “বলিদান পরম ধর্ম” শুধু স্লোগান নয়, জীবনের উদ্দেশ্য। এই ফোর্স হল সেই অসামান্য সাহসী কমান্ডোদের (Comando) দল, যারা পায়ে হেঁটে শত্রু দেশের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) চালিয়ে আসে। সাপের মাংস খেয়ে, পাথরে ঘুমিয়ে দিনের পর দিন অপারেশন চালাতে সক্ষম।

৩. মেরিন কমান্ডো ফোর্স (MARCOS): জল, স্থল, আকাশ তিনটে দিকেই পারদর্শী! সমুদ্রের গভীরে সাবমেরিন থেকে উঠে এসে শত্রুকে ঘায়েল করা, বা বন্দর, জাহাজে সন্ত্রাসদমন— MARCOS মানেই ‘নিঃশব্দ ঘাতক’। শত্রু টের পাওয়ার আগেই অপারেশন শেষ!

৪. গরুড় কমান্ডো ফোর্স: বায়ুসেনার অদৃশ্য ঢাল এই ফোর্স। আকাশ থেকে প্যারাস্যুটে ঝাঁপ দিয়ে শত্রু ঘাঁটিতে আক্রমণ চালানো এদের ট্রেডমার্ক। তিন বছরের কঠিন ট্রেনিং পার করেই কেউ গরুড় হতে পারে। মূলমন্ত্র: “Touch the sky with glory।”

৫. স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স (SFF): এই বাহিনীর সদস্যরা হলেন গোর্খা যোদ্ধা— সাহস, সহ্যশক্তি ও নিষ্ঠার মূর্ত রূপ। সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরকে রিপোর্ট করে এই ফোর্স। চিন সীমান্তে বা গোপন অভিযানে এরা নির্ভরযোগ্য অস্ত্র।

৬. ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG): “ব্ল্যাক ক্যাটস” নামে পরিচিত এই ফোর্স দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রথম সাড়া দেয়। জটিল hostage situation হোক বা হামলা— এনএসজি থাকলেই সমাধান নিশ্চিত। প্রশিক্ষণ এতটাই কঠিন, ১০০ জনে মাত্র ২০ জনই শেষ করতে পারেন।

৭. ঘাতক ফোর্স: সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নে থাকা এই প্লাটুন হলো যুদ্ধক্ষেত্রের প্রধান হামলা বাহিনী। উচ্চ শারীরিক দক্ষতা আর দুর্দান্ত স্থিরতা এই বাহিনীর বৈশিষ্ট্য। জঙ্গি আক্রমণ প্রতিহত করতে এই ফোর্সের জুড়ি নেই।

৮. কোবরা ফোর্স: নকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে জঙ্গলে লড়াইয়ের জন্য বিশেষভাবে গঠিত। গেরিলা যুদ্ধ কৌশলে এদের দক্ষতা আন্তর্জাতিক মানের। CRPF-এর অধীনে এই কমান্ডো ইউনিট অতিশয় দ্রুতগামী ও নিঃশব্দ ঘাতক।

৯. ফোর্স ওয়ান: ২০০৮ সালের মুম্বই হামলার পর, শহরভিত্তিক জঙ্গি হানার প্রতিরোধে এই ফোর্স তৈরি করে মহারাষ্ট্র সরকার। আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও নগর যুদ্ধ কৌশলে দক্ষ এই বাহিনী আজ ভারতের শহর নিরাপত্তার অন্যতম স্তম্ভ।

এঁরা (India Top Secret Forces) কেবল যোদ্ধা নন! এঁরা আত্মত্যাগের প্রতীক। দিনের পর দিন অনাহারে, ঘুমহীন থেকে কাঁধে সহযোদ্ধাকে নিয়ে ছুটে যাওয়াই এদের ট্রেনিং। শত্রুরা যমদূত বলেই চেনে এঁদের। কারণ, এঁরা লড়াই করেন আত্মার ডাক থেকে, আর তাঁদের মূলমন্ত্র একটাই, বলিদান পরম ধর্ম।