Pakistan: “আমরা চুপচাপ বসে নেই!” ভারতকে হুঁশিয়ারি পাক সাংসদের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে (Pahalgam Terror Attack) নিরীহ ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের (Pakistan) এক সাংসদ। পাক রাজনীতিকদের মাঝে ‘বড় কথা’ বলার প্রবণতা নতুন কিছু নয়, কিন্তু এবার সেই চর্চায় উঠে এল অযোধ্যার (Ajodhya) নাম। যা দুই দেশের আবেগের স্পর্শকাতর একটি কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: Donald Trump : অবিশ্বাস্য! আমেরিকায় শিক্ষা দফতরই তুলে দিলেন ট্রাম্প

সম্প্রতি পাকিস্তানের (Pakistan) সিনেট সদস্যা পালওয়াশা মহম্মদ জাই খান (Paloyasha Mohammed Zaid Khan) পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এমন এক বিতর্কিত মন্তব্য করেন, যা গোটা ভারতকে হতবাক করে দিয়েছে। তিনি দাবি করেন, উত্তর প্রদেশের অযোধ্যায় নবনির্মিত বাবরি মসজিদের (Babri Masjid) প্রথম ইট গাঁথবে পাকিস্তানের সেনাবাহিনী এবং সেই মসজিদে প্রথম আজান দেবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির! শুধু এখানেই থেমে থাকেননি তিনি! ভারতকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আমরা চুপচাপ বসে নেই!”

এই ধরণের উসকানিমূলক মন্তব্য যে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে, তা বলাই বাহুল্য। এর আগেও এমন সুর শোনা গিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর (Bilawal Bhutto) মুখে। তিনি হুমকি দিয়েছিলেন সিন্ধু জলবণ্টন চুক্তি ভেঙে দেওয়ার প্রসঙ্গে, বলেছিলেন, “সিন্ধু দিয়ে না বইলে রক্ত বইবে ভারতীয়দের!”

এসবের মধ্যেই পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খোয়জা আসিফ (Khawaja Asif) একটি সাক্ষাৎকারে যা স্বীকার করলেন, তা আরও হতবাক করে তুলেছে আন্তর্জাতিক মহলকে। তিনি অকপটে বলেন, “গত তিন দশক ধরে আমেরিকা এবং কিছু পশ্চিমি দেশের স্বার্থে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছে।” তাঁর এই মন্তব্যে আবারও প্রমাণিত হয়, ইসলামাবাদের রাজনৈতিক নেতৃত্ব নিজেরাই মদত দিয়ে এসেছে সেই অন্ধকার শক্তিকে, যা উপমহাদেশের শান্তির পথে বড় বাধা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারতের দিক থেকে যদিও এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে কূটনৈতিক মহলে এই ধরনের মন্তব্যকে ‘উসকানিমূলক এবং ভিত্তিহীন’ বলে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে এই বিবৃতির কী প্রভাব পড়ে তা এখন দেখার বিষয়।