নিউজ পোল ব্যুরো: ভারতের হুঁশিয়ারিতে ভয় পেয়ে গেল পাকিস্তান (Pakistan)? পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে আসমুদ্র হিমাচল। এদিকে মোদি সরকার পাকিস্তানের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশীদের। ভারতীয় সেনাকে একপ্রকার ফ্রিহ্যান্ড-ই দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর জেরেই কি ভয় পেয়ে গেল ওয়াঘার ওপার?
আরও পড়ুনঃ Pakistan: “আমরা চুপচাপ বসে নেই!” ভারতকে হুঁশিয়ারি পাক সাংসদের
বুধবার পাকিস্তান সরকার (Pakistan Government) এমন এক পদক্ষেপ নিয়েছে যা সাম্প্রতিক সময়ের নিরিখে রীতিমত তাৎপর্যবাহী। গত ৩ বছর ধরে শূন্য পড়ে ছিল সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (National Security Advisor) পদ। তবে এবারে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে যুদ্ধের আবহে সেই পদে নিয়োগ করা হল সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে (Mohammad Asim Malik)। পাক সংবাদ মাধ্যম সূত্রে যে খবর সামনে আসছে।

এর আগে ২০২২ সালে শেষবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে দেখা গিয়েছিল কাউকে। ইমরান খান তখন প্রধানমন্ত্রী। তিনি ২০২১ সালের মে মাসে কূটনীতিবিদ মঈন ইউসুফকে এই পদে বসিয়েছিলেন। কিন্তু এরপর ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খান সরকারের পতন ঘটে। এরপর থেকেই এই পদটি খালি পড়ে ছিল। তবে ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে এই পদে নিয়োগ করার ঘটনা জন্ম দিচ্ছে নয়া জল্পনার।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
শত্রুদের উদ্দেশ্যে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই আবহে পাকিস্তান আশঙ্কা করছে, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে ভারত। তাই কি তড়িঘড়ি আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়ে দেওয়া হল? উল্লেখ্য, গত বছরই নিজ ঘনিষ্ঠ জেনারেল মহম্মদ আসিম মালিককে আইএসআইয়ের ডিরেক্টর পদে বসিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (Shahbaz Sharif)।