নিউজ পোল ব্যুরো: নৃশংস পহেলগাঁও সন্ত্রাসী (Kashmir News) হামলার পর সীমান্তে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছিল ভারত সরকার। এই ঘটনার ফলে দেশের জনমনে ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৬ জন নিরীহ পর্যটকের নির্মম হত্যাকাণ্ড (Kashmir News) গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। প্রতিক্রিয়ায় ভারত কড়া পদক্ষেপ নেয়—আটারি সীমান্ত দিয়ে বাণিজ্য ও যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে এমন কঠিন পরিস্থিতির মাঝেও ভারত এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন: Narendra Modi: মুম্বইয়ে পর্দা উঠলো WAVES 2025-এ,ভারত পেল বিশ্বমঞ্চে এক নতুন প্ল্যাটফর্ম
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভারতে আটকে পড়া পাকিস্তানি (Pakistan) নাগরিকদের দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। শুরুতে সীমান্তে কিছু জটিলতা তৈরি হলেও দ্রুত কেন্দ্রীয় অনুমতির পর বিওএসএফ (BSF) তাদের যাত্রার অনুমতি দেয়। পাকিস্তানি নাগরিকরা সকাল হতেই আটারি সীমান্তে ভিড় করতে শুরু করেন—স্বদেশে ফেরার একমাত্র আশা নিয়েই।
২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যবর্তী সময়ে প্রায় ৯২৬ জন পাকিস্তানি নাগরিক নিজের দেশে ফিরে গেছেন, অন্যদিকে ১,৮৪১ জন ভারতীয় নাগরিকও (Indian citizen) ফিরে এসেছেন ভারতের মাটিতে। এমন এক সময় যখন দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার (Kashmir News) মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ভারত সরকার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল এই সিদ্ধান্তের মাধ্যমে। এতে সাধারণ মানুষের প্রতি ভারতের সহানুভূতির পরিচয় স্পষ্ট।
পাকিস্তান (Pakistan) যদিও পাল্টা প্রতিক্রিয়ায় সমস্ত ভারতীয় বাণিজ্য বন্ধ করে দেয় এবং ভারত সরকারও পাকিস্তানের ১৬টি ভিসার (Visa) মধ্যে ১৪টি বাতিল করে দেয়, তবুও নিরীহ নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত এক অন্যরকম বার্তা দেয়—যুদ্ধ নয়, মানবতা বড়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরিস্থিতি আবারও দেখিয়ে দিল, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন যতই থাকুক, মানবিক দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলা উচিত নয়। ভারত এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল আন্তর্জাতিক মহলে নিজের অবস্থানকে দৃঢ় করল না, বরং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।