নিউজ পোল ব্যুরো: এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে একজনই। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৪ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সে শুধু আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সে শতরান করার নজিরই গড়েনি, একইসঙ্গে আইপিএলে (IPL) ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেলেছে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে শতরান হাঁকিয়ে শেষপর্যন্ত ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সে।
আরও পড়ুনঃ Mohammad Amir : PSL -এ পহেলগাঁও কাণ্ডের ছায়া! সেনা উপদেষ্টার মত গলা কাটার ভঙ্গি আমিরের
তবু এরপরও বৈভব নেহাতই ১৪ বছরের এক বিস্ময় প্রতিভা। বিশ্বমানের ব্যাটার নয়। তাই তাকে নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করারও প্রয়োজন নেই। হ্যাঁ, এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের ৩৫ বছর বয়সী তারকা পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। বৃহস্পতিবার যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল করতে পারেন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi)। ম্যাচের আগে সেই বোল্ট কোনও রাখঢাক না করেই জানিয়ে দিচ্ছেন যে ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছেন না তিনি।

১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে মনীশ পাণ্ডের রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। ২০০৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে হায়দ্রাবাদ ডেকান চার্জার্সের বিরুদ্ধে সব থেকে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মনীশ। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর ২৫৩ দিন। অন্যদিকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়েই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেন তিনি। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
তবু বোল্ট জানান, “আমি ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মত ব্যাটারদের বল করেছি। ওঁরা সবাই বিশ্বমানের ব্যাটার। ১৪ বছর বয়সী একজনকে নিয়ে আমি চিন্তিত নই।” কিউই পেসারের এই বক্তব্য থেকেই পরিষ্কার যে তিনি ১৪ বছরের বৈভবকে একজন বিস্ময় বালকের বেশি কিছু ভাবছেন না।” তবে তিনি এও বলেন, “তবে আমাকে সাবধানে থাকতে হবে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে বৈভব। নির্ভয়ে খেলছে। তাই ওর মুখোমুখি হওয়াটা আমার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে।”