নিউজ পোল ব্যুরো: নিশীথে জেগে ওঠা আগুন! কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি (Pahalgam Terror Attack) হামলা শুধু একটি ঘটনা নয় বরং গোটা দেশের আত্মমর্যাদায় সরাসরি আঘাত। ২২ এপ্রিলের সেই জঘন্য হামলার পর দেশের হৃদয় রক্তাক্ত। তবে এবার এই যন্ত্রণার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ভারত সরকার। প্রথমবার এই হামলার পর প্রকাশ্যে মুখ খুললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Speech)। তাঁর বক্তব্যে ছিল রণহুঙ্কার, এমন এক বার্তা যা জঙ্গিদের হিমশীতল আতঙ্কে কাঁপিয়ে দেবে।
আরও পড়ুন: Kashmir News: পহেলগাঁও হামলার বদলা নিতে তৎপর ভারতীয় সেনা, একের পর এক বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন
অমিত শাহ (Amit Shah Speech) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করে ভাবছে তারা রেহাই পাবে, তাদের বোঝা উচিত এটা মোদীর (Narendra Modi) ভারত। এখানকার জবাবও হবে মোদীর (Narendra Modi) মতই বেছে বেছে নির্মমভাবে। নয়াদিল্লির এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা আমাদের অঙ্গীকার। আর এই লড়াই শুধু ভারতের নয়, গোটা বিশ্বের।”
স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah Speech) বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কণ্ঠেও। বিহারের মধুবনীর এক নির্বাচনী সভায় তিনি বলেন, “যেখানেই লুকিয়ে থাক না কেন, জঙ্গিদের খুঁজে বের করে শেষ করা হবে। যারা ওদের পেছনে আছে, আশ্রয় দেয়, তারাও নিস্তার পাবে না।” তাঁর মতে, কাশ্মীর যখন শান্তির পথে এগোচ্ছিল শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ছিল পর্যটন খাত ফের চাঙ্গা হচ্ছিল, তখনই অশান্তি ছড়াতে মাঠে নামে সন্ত্রাসবাদীরা।
এই হামলার পর প্রতিক্রিয়া হিসাবে ভারত ইতিমধ্যেই শুরু করেছে কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, কূটনীতিক সংখ্যা হ্রাস, এমনকি আকাশসীমা বন্ধ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখন দেশজুড়ে চর্চার বিষয়! এই প্রতিক্রিয়ার সীমা কি কেবল কূটনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকবে? নাকি এবার সরাসরি প্রত্যাঘাতের পথে হাঁটবে ভারত? অমিত শাহের হুঁশিয়ারি যেন সেই প্রশ্নেরই প্রেক্ষাপট রচনা করছে সময়ের অপেক্ষা মাত্র।