India bans imports from Pakistan: কোমর ভাঙছে ভারত, পাকিস্তান থেকে পণ্য আমদানি-রপ্তানি নিষিদ্ধ করল ভারত

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার (Pahalgam terror attack) সঙ্গে সরাসরি যোগ মিলেছে পাকিস্তানের। জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে আরও অবনতি হয়েছে। বর্বোরোচিত এই হামলার পর পাকিস্তানকে(Pakistan) ভাতে মারছে ভারত(India)। পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারত পাকিস্তান থেকে সমস্ত রকমের আমদানি-রপ্তানি নিষিদ্ধ করেছে (India bans imports from Pakistan)।

জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হবে। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্বানুমোদন প্রয়োজন হবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য রুট আটারি-ওয়াঘা ক্রসিং পহেলগাঁও হামলার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সমস্ত বন্দরও বন্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ Pahalgam : পাকিস্তান দায়ী নয়! যুদ্ধ নিয়ে ভারতকে সতর্ক করল আমেরিকা

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পাকিস্তান থেকে মূলত ওষুধজাত পণ্য, ফল এবং তৈলবীজ আমদানি করা ছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে বাণিজ্য কয়েক বছর ধরে হ্রাস পেয়েছে। তথ্য অনুসারে, ২০২৪-২৫ সালে মোট আমদানির ০.০০০১% এরও কম ছিল। এবার সমস্ত বাণিজ্য বন্ধ করল ভারত (India bans imports from Pakistan)। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরান তৃণভূমিতে জঙ্গি হামলায় ২৬ জনকে খুন করা হয়। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছিল। তারপর পাকিস্তানের সঙ্গে ঘটনার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের যোগসূত্র প্রকাশ পরেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সরাসরি মোদী সরকার কোনও যুদ্ধ না করলেও সিন্ধু চুক্তি বাতিল করার মত একধিক পদক্ষেপে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr