Pahalgam : বিমানে চেপে চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পাড়ি পহেলগাঁওকাণ্ডের জঙ্গিদের? চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

breakingnews অপরাধ আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওকাণ্ডে (Pahalgam Terror Attack) জড়িত জঙ্গিরা পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল গোয়েন্দা সূত্রে। যার জেরে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে কলম্বোর (Colombo) বন্দরনায়েক বিমান বন্দরে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা বিমানবন্দর চত্বরে। সেইসঙ্গে দেশজুড়ে চড়ছে উত্তেজনার পারদ।

আরও পড়ুনঃ Pahalgam : পাকিস্তান দায়ী নয়! যুদ্ধ নিয়ে ভারতকে সতর্ক করল আমেরিকা

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৬ জন। এর মধ্যে ২৫ জন পর্যটক। আর একজন জওয়ান। এদিকে এই ঘটনার পর প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও আততায়ীরা ধরা পড়েনি। মধ্য ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন গ্রাম, পাহাড়ে, জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও তাদের সন্ধান পায়নি পুলিশ এবং সেনাবাহিনী। বরং এই তল্লাশি অভিযান চালাতে গিয়েই সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হন ভারতীয় সেনার বাঙালি প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। এবারে এই জঙ্গিরা চেন্নাই থেকে বিমানে চেপে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছে বলে দাবি করল ভারতীয় গোয়েন্দারা।

Pahalgam

ভারতীয় গোয়েন্দাদের (Indian Intel) থেকে খবর পেয়েই সতর্ক করা হয় কলম্বো প্রশাসনকে। এরপর বিমানটি বন্দরনায়েক বিমান বন্দরে অবতরণ করতেই শুরু হয় তল্লাশি অভিযান। ‘শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটি বিবৃতিতে বিষয়টি সামনে এনেছে। তারা জানিয়েছে, তাদের ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় আসার পরই তাতে তল্লাশি অভিযান শুরু হয়। কারণ, চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টারের তরফে জানানো হয়েছিল যে ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা সন্দেহভাজন ওই বিমানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

উল্লেখ্য, পহেলগাঁওয়ের (Pahalgam) ঘটনায় লস্কর-ই-তৈবার (Lashkar e Taiba) ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ রয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এই ঘটনায় ২৬/১১ -এর চক্রী হাফিজ সঈদও যুক্ত বলে মনে করা হচ্ছে। তবে দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও জঙ্গিদের একজনও ধরা পড়েনি। এদিকে এরই মধ্যে তাদের শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল। ভারতীয় গোয়েন্দাদের বার্তা পাওয়ার পরেই এদিন স্থানীয় প্রশাসনের সঙ্গে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।