Sunday Weather Forecast : তীব্র দাবাদহ থেকে মুক্তি মিললেও কলকাতা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে অস্বস্তিকর গরম

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় ফের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (Sunday Weather Forecast)। তার টানে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলের উপর থেকে প্রসারিত হয়ে পৌঁছে গিয়েছে উত্তর বাংলাদেশের উপর।

এই অক্ষরেখা (Sunday Weather Forecast) সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শুরুতে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া (Sunday Weather Forecast) দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বিভিন্ন জেলায় ৩০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো (Storm) হাওয়ার সম্ভাবনা থাকছে অন্তত মঙ্গলবার পর্যন্ত। কোথাও কোথাও দু-এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল দেখা যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। এদিন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain)হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টাপ্রতি ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার সন্ধ্যার পর থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে।সোমবার (Monday) ঝড়বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে একইরকম আবহাওয়া থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব এবং মধ্য ভারতের উপর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সক্রিয় অবস্থান এই পরিবর্তনের জন্য দায়ী। ফলে আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে অশান্তির ছায়া কাটছে না। নিরাপদে থাকতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।/

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT