নিউজপোল ব্যুরো: শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) টলিউড-বলিউডে নিজের দাপুটে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকদের মন জয় করে চলেছেন। এবার তাঁর পরবর্তী প্রজন্ম, অর্থাৎ কন্যা হিয়া চট্টোপাধ্যায় (Hiya Chatterjee) অভিনয়জগতে পা রাখতে চলেছেন। প্রথম ছবিতেই হিয়া জুটি বাঁধছেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ এবং ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে। ত্রিকোণ প্রেমের গল্পে হিয়ার বিপরীতে দেখা যাবে আরেক পরিচিত মুখ, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করা সৌম্য মুখোপাধ্যায়কে।
আরো পড়ুন: Jeet: জিৎ কি পা বাড়াচ্ছেন বলিউডে? জল্পনা তুঙ্গে
এই নতুন ছবি ‘মন মানে না’ পরিচালনা করছেন ‘কিশমিশ’ খ্যাত রাহুল মুখোপাধ্যায়, যিনি এবার প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। ছবিতে প্রেম এবং পরিবারের আবহে এক ফ্রেশ রোম্যান্টিক গল্প তুলে ধরা হবে। পরিচালক জানান, শাশ্বতকন্যা হিয়াকে (Hiya Chatterjee) শুরু থেকেই তিনি এই চরিত্রের জন্য ভাবনায় রেখেছিলেন।মা মহুয়া চট্টোপাধ্যায় জানালেন, হিয়ার (Hiya Chatterjee) অভিনয়ের ইচ্ছে অনেকদিনের। তিনি দামিনী বেণী বসুর কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছেন। হিয়ার সিন্সিয়ারিটি সম্পর্কে তিনি বরাবরই আশাবাদী ছিলেন। মে মাসের মাঝামাঝি কলকাতা এবং শৈলশহর মিলিয়ে শুরু হবে ছবির শুটিং।
হিয়া (Hiya Chatterjee) নিজেও জানিয়েছেন, পড়াশোনা শেষ করে তিনি অভিনয় নিয়েই ভাবনা-চিন্তা শুরু করেন এবং বাবা-মায়ের সমর্থন পেয়েছেন সবসময়। তবে পেশা হিসেবে অভিনয় বেছে নেওয়ার আগে বাবা শাশ্বত তাঁকে সতর্ক করে বলেছেন, কোনও বিশেষ সুবিধা পাবেন না — মাঠে নেমে নিজের দক্ষতায়ই তাঁকে টিকতে হবে।ছবিতে হিয়া, ঋত্বিক এবং সৌম্য ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, জয়তী চক্রবর্তী, প্রীতি সরকার প্রমুখ। সব মিলিয়ে ‘মন মানে না’ হতে চলেছে এক আকর্ষণীয় নতুন প্রজন্মের রোম্যান্টিক উপস্থাপনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT