Supreme Court:সুপ্রিম কোর্টের করুণার অপেক্ষা:চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সোমবারের শুনানি!

রাজনীতি রাজ্য

নিয়োগ দুর্নীতির জেরে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রায় ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের (Supreme Court) পুনর্বিবেচনার ওপর নির্ভরশীল।চাকরি বাতিলের নির্দেশের পর রাজ্য সরকার ও এসএসসি (SSC) সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে,যার শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।এই আইনি লড়াই শুধু শিক্ষকদের রুটিরুজি নয়,রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা।

আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/04/localert/

কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।এতে বহু যোগ্য শিক্ষকও অনিশ্চয়তায় পড়েন।দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা ভেস্তে যাওয়ায় হতাশ শিক্ষক সমাজ।এরপরই রাজ্য সরকার ও এসএসসি রিভিউ পিটিশন দাখিল করে।পিটিশনে মূলত সেই শিক্ষকদের প্রতি সহানুভূতি চাওয়া হয়েছে,যাঁরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং বৃহত্তর প্যানেলের ভুলের জন্য তাঁদের শাস্তি দেওয়া উচিত নয়।এত সংখ্যক শিক্ষকের চাকরি গেলে শিক্ষা ব্যবস্থার উপর খারাপ প্রভাব পড়বে বলেও উল্লেখ করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এর আগে মধ্যশিক্ষা পর্ষদও যোগ্য শিক্ষকদের বহাল রাখার আবেদন করেছিল।আদালত রাজ্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে।গত ৩ এপ্রিল চূড়ান্ত রায় ঘোষণার পর দ্রুত রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য ও এসএসসি।এখন সকলের নজর সোমবারের সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানির দিকে।আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গতিপথ।