নিউজ পোল ব্যুরো: সীমান্তে ফের চাঞ্চল্য। সম্প্রতি জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) ও পাঞ্জাব (punjab) সীমান্তে একের পর এক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী (BSF)। সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কায় আগেই বাড়ানো হয়েছিল নজরদারি, আর তাতেই ধরা পড়ল তিন পাকিস্তানি (Pakistani), যার মধ্যে রয়েছেন এক পাক রেঞ্জার্সও।
ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি (Pahalgam Attack) ২৬ জনের মর্মান্তিক মৃত্যুতে। এরপরই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালু করে বিএসএফ। তারই ফলশ্রুতি হিসেবে গত তিন দিনে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তিন পাকিস্তানিকে (Pakistani) গ্রেপ্তার করা হয়। জন্মু-কাশ্মীরের পুঞ্চ (Poonch) সেক্টরে একজন, পাঞ্জাব সীমান্তে আরেকজন এবং রাজস্থানে এক পাক রেঞ্জার্স।
পুঞ্চে ধৃত ব্যক্তি সীমান্ত পেরিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফের (BSF) নজরে পড়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ৩ মে পাঞ্জাব সীমান্তে হুসনাইন নামে এক পাক নাগরিককে (Pakistani) ধরা হয়, যিনি জঙ্গলে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। একই দিনে রাজস্থানে ধরা পড়ে পাক রেঞ্জার্সের একজন সদস্য। তাঁকে জেরা করছে বিএসএফ।
অন্যদিকে ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত থেকে এক বিএসএফ (BSF) জওয়ানকে অপহরণ করে পাকিস্তান রেঞ্জার্স। ধৃত পূর্ণমকুমার সাউ, যিনি বাংলার রিষড়ার বাসিন্দা, এখনও পাকিস্তানের জিম্মায় রয়েছেন। তাঁকে ফেরাতে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করেও সফল হয়নি বিএসএফ।
এই আবহে জম্মু-কাশ্মীরের বদগাওয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ে আরও দুই সন্দেহভাজন, যাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র ও গুলি। এদিকে পাঞ্জাবের জঙ্গলেও উদ্ধার হয় গ্রেনেড ও আইইডি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সীমান্তে বাড়তি তৎপরতা ও সতর্কতা স্পষ্ট। প্রশ্ন উঠছে cc কীসের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানপন্থী শক্তি? নিরাপত্তা বলয়ের আরও জোরদারীকরণের দিকে নজর দিচ্ছে ভারতীয় প্রশাসন।