Operation Sindoor -এর পরই ভাইরাল গম্ভীরের পোস্ট, মাত্র দুই শব্দেই পাকিস্তানকে বার্তা ভারতীয় কোচের

breakingnews ক্রিকেট দেশ

নিউজ পোল ব্যুরো: বুধবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। আর এরপরই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একটি পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মাত্র দুই শব্দের এই পোস্ট ভারতীয় সেনাকে সমর্থন জানানোর পাশাপাশি পাকিস্তানের জন্যও বার্তাবহ।

আরও পড়ুনঃ Operation Sindoor: “এবার চা কেমন লাগছে?”, ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরই আফ্রিদিকে যোগ্য জবাব ধাওয়ানের

গত ১৮ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এই প্রসঙ্গে সদ্য মঙ্গলবারই গুরু গম্ভীর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধের ডাক দিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা শোনা গিয়েছিল টিম ইন্ডিয়ার হেড কোচের মুখে। আর এবার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এক সাক্ষাৎকারে গম্ভীরকে প্রশ্ন করা হলে মঙ্গলবার তিনি বলেন, “ক্রিকেট কিংবা বলিউডের ছবি, কোনও কিছুই দেশের মানুষ বা জওয়ানদের জীবনের থেকে গুরুত্বপূর্ণ নয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্কই থাকা উচিত নয়। এর মধ্যে ক্রিকেটও আছে।” এরপরই সরকারের উদ্দেশ্যে আর্জি জানিয়ে গম্ভীর বলেন, “আমি এই আবেদন করব যেন কড়া জবাব দেওয়া হয়।” ভারতীয় সেনার তরফে সেই কড়া জবাব দেওয়া হতেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গম্ভীর।

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিঁদুরের (Operation Sindoor) যে ছবি ভারতীয় সেনাবাহিনী পোস্ট করেছিল সেটিই পুনরায় পোস্ট করেছেন গম্ভীর। তবে ক্যাপশনে লেখেন মাত্র দুটি শব্দ। তা হল, “জয় হিন্দ”। যা ভারতীয় সেনাকে সমর্থন জানানোর পাশাপাশি পাকিস্তানের উদ্দেশ্যেও একটি কড়া বার্তা বলে মনে করা হচ্ছে। গম্ভীরের এই পোস্ট থেকেই স্পষ্ট, সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারত সরকার বা সেনাবাহিনী যে পদক্ষেপ আগামীতে নেবে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। উল্লেখ্য, এর আগেও পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছিলেন, “যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। এরপরই তাঁকে ইমেইলে হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠন ‘আইসিস কাশ্মীর’।