নিউজ পোল ব্যুরো: বুধবারের (Thursday Forecast)আকাশে যেমন ঝাঁঝালো রোদ উঠেছিল, বৃহস্পতিবার তার ছবিটা বদলাতে পারে—সতর্কতা জানাচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর (Thursday Forecast)আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে (Thursday Forecast)সকাল থেকে মেঘলা আকাশে শুরু হতে পারে দিন।
আরও পড়ুন: Weather Update:কলকাতায় উইকেন্ডে পারদ ছুঁতে পারে ৩০ ডিগ্রি
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের দিকে প্রবেশ করেছে। তার টানেই রাজস্থানে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ছড়িয়ে পড়ছে পূর্ব ভারতের দিকেও। সেই ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা মিলে বৃহস্পতিবার (Thursday)দক্ষিণবঙ্গে টেনে আনতে পারে হালকা বর্ষা। ফলে কলকাতায় বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি, বৃহস্পতিবার তা নেমে আসতে পারে ২৯-এ।উত্তুরে হাওয়ায় শীতের ছোঁয়া, সন্ধ্যার দিকে ঠান্ডা বাড়বে বৃষ্টি যেমন পারদ নামাবে, তেমনই উত্তরের হাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শীতের অনুভব আরও বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের। হিমালয় থেকে আসা হিমেল হাওয়া রাজ্যে প্রবেশ করছে বুধবার রাত থেকেই। তার সঙ্গে যুক্ত হচ্ছে মেঘলা আকাশ ও বৃষ্টির দোসর। ফলে সকাল ও রাতের তাপমাত্রা (Temperature)কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে শহরের ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ১.৫ ডিগ্রি কম।
হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট ভাব কিছুটা থেকে যেতে পারে দুপুরের দিকে, তবে বৃষ্টি হলে সেই অনুভূতিও কমে যাবে বলে মনে করা হচ্ছে।উত্তরের জোরে উত্তরবঙ্গে (North Bengal)ঝোড়ো হাওয়ার সম্ভাবনাশুধু দক্ষিণবঙ্গই নয়, বৃহস্পতিবার আবহাওয়ার বড় প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন।
এই এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে।বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চলে বাতাসের চাপের তারতম্য ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। চাষবাসে যাতে সমস্যা না হয়, সে জন্য কৃষকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য কৃষি দফতরও।এই মুহূর্তে মৌসুমি পরিবর্তনের গতি এবং একাধিক প্রতিকূল আবহাওয়ার মিলনে বৃহস্পতিবার রাজ্যের আকাশ-বাতাসে মিলছে বৃষ্টির গন্ধ, সঙ্গে নামছে পারদ—যার ইঙ্গিত দিচ্ছে রাজ্যের আবহাওয়া মানচিত্র।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT