Abdul Rauf Azhar: “অপারেশন সিঁদুরে”–ভারতের প্রতিশোধের অগ্নিশিখায় নিভল জইশ নেতার জীবন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভারতের নিরাপত্তা বাহিনীর অত্যন্ত গোপনীয় ও সুনিপুণ অভিযানে সাফল্যের এক নতুন ইতিহাস রচিত হল—মৃত্যুর কোলে ঢলে পড়ল কুখ্যাত জঙ্গি নেতা এবং জইশ-ই-মহম্মদের অন্যতম চালক আব্দুল রউফ আজহার (Abdul Rauf Azhar)। ১৯৯৯ সালের কুখ্যাত কান্দাহার বিমান অপহরণের মূল পরিকল্পনাকারী এবং জইশ (Jaish) প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই রউফ (Abdul Rauf Azhar) বহু বছর ধরে ভারতের মোস্ট-ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিল।

আরও পড়ুন: Priti Patel: “সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাজ্যকেও পাশে দাঁড়াতে হবে”, পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতের হামলার পক্ষে সুর চড়ালেন প্রীতি প্যাটেল

মাত্র ২৪ বছর বয়সে রউফ (Abdul Rauf Azhar) আইসি-৮১৪ অপহরণের ছক কষে এক নিঃসন্দেহে ঘৃণ্য অধ্যায়ের সূচনা করে। কাঠমাণ্ডু (Kathmandu) থেকে দিল্লিগামী (Delhi) উড়ানটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় কান্দাহারে। তালিবান শাসনের অধীনে সেই বিমানবন্দরে অপহরণকারীরা পেয়েছিল অদ্ভুত আতিথ্য। ভারতীয় কমান্ডোদের অভিযানের সম্ভাবনা রুখে দিতে বিমান ঘিরে রাখা হয়েছিল সাঁজোয়া গাড়িতে। চূড়ান্ত চাপের মুখে, ভারত বাধ্য হয় তিন কুখ্যাত জঙ্গি—মাসুদ আজহার (Masood Azhar), ওমর সইদ শেখ (Omar Saeed Sheikh) ও মুস্তাক আহমেদ জরগারকে মুক্তি দিতে। এই সিদ্ধান্তে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval), যিনি তৎকালীন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান ছিলেন।

পরে জানা যায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সক্রিয় সহযোগিতায়ই অপহরণ সফল হয়েছিল। আইএসআই আধিকারিকরা এমনকি কান্দাহার বিমানবন্দরে উপস্থিতও ছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রউফের নাম আরও জড়িয়ে ছিল ২০০১ সালের সংসদ হামলা ও ২০১৯-এর পুলওয়ামা ট্র্যাজেডিতে। এত বছর পর, অবশেষে তার কৃতকর্মের শাস্তি মিলল। ‘অপারেশন সিঁদুরে’র গোপন প্রতিশোধপর্বে ভারতের জবাব ছিল নিঃশব্দ, কিন্তু নির্মম।