Jammu-Kashmir: রাত পেরিয়ে রণক্ষেত্র জম্মু! সেনা মুখোমুখি সংঘাতে

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন উত্তেজনায় জর্জরিত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu-Kashmir)। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ করেই জম্মুর (Jammu-Kashmir) আকাশ কেঁপে ওঠে এক প্রবল বিস্ফোরণে। সেই শব্দ শুধু শহরেই নয়, ছড়িয়ে পড়ে উধমপুর, আখনুর, রাজৌরি, পুঞ্চ ও পাঠানকোটের মতো বিভিন্ন অঞ্চলে। বিস্ফোরণের (Explosion) তীব্রতায় একাধিক এলাকায় ধোঁয়ার কুন্ডলী ছড়িয়ে পড়ে আকাশে, কেঁপে ওঠে জনবসতি।

আরও পড়ুন: India-Pakistan: তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের! এবার কি বড় প্রত্যাঘাতের ছক?

বিশেষ করে রাজৌরি (Rajouri) অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল ভয়াবহ। স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অনেকে আহত হন। আখনুরেও (Akhnur) পাকিস্তানের তরফে নির্লজ্জভাবে বেসামরিক ঘরবাড়িকে লক্ষ্য করে চালানো হয় গোলাবর্ষণ (Shelling)। এই ঘটনার পর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, সকাল ৫টা ৪৫ মিনিটে নির্ধারিত ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক পিছিয়ে দিতে হয়। সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও চলছে তীব্র গোলাগুলি।

এই বর্বর হামলা আরও একবার রক্তাক্ত করে দেয় নিরীহ কাশ্মীরবাসীকে। শুক্রবার রাতেও পাকিস্তানের (Pakistan) তরফে সাধারণ মানুষকে নিশানা করে চালানো হয় ড্রোন হামলা, যার জেরে প্রাণ হারান তিনজন, যার মধ্যে রয়েছেন রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপা। শেলের আঘাতে গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গভীর শোক প্রকাশ করেছেন এই ঘটনায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে ভারতও চুপ করে থাকেনি। প্রতিঘাতে জবাব দেয় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তানের চারটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ঘটে প্রবল বিস্ফোরণ—রাওয়ালপিন্ডির নুর খান ঘাঁটি, পাঞ্জাবের রফিকি ও মুরিদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ব্যাপক ধ্বংস।