Indian Army: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ‘সার্জিকাল স্ট্রাইক’ ড্রোন আঁতুড়ঘরে!

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র পরিকল্পনা ও নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মুর নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে বড়সড় অভিযান চালালো ভারতীয় সেনা (Indian Army)। লাগাতার ড্রোন (Drone) হামলার সূত্র ধরে, সেনাবাহিনী (Indian Army) এবার সরাসরি আঘাত হানে সেইসব স্থানে, যেখান থেকে বারবার ভারতের আকাশসীমায় অনুপ্রবেশ করানো হচ্ছিল ড্রোনের মাধ্যমে। সেনার এই পালটা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ড্রোন লঞ্চপ্যাড Drone Launchpadএবং পাক সেনার সহায়তায় গড়ে তোলা সন্ত্রাসবাদী ঘাঁটি।

আরও পড়ুন: Jammu-Kashmir: রাত পেরিয়ে রণক্ষেত্র জম্মু! সেনা মুখোমুখি সংঘাতে

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত পাকিস্তান (Pakistan)পক্ষ থেকে প্রায় ২৬টি স্থানে ড্রোন হামলা চালানো হয়। যার মধ্যে সবচেয়ে বেশি আঘাত হানে জম্মু অঞ্চলে। ড্রোনগুলোকে ঠেকাতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) সচেষ্ট থাকলেও, কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পরই সেনাবাহিনী প্রস্তুত হয় পালটা প্রতিরোধে।

শুক্রবার ভোররাতে নিয়ন্ত্রণরেখার ওপারে অভিযান চালিয়ে ভারতীয় সেনা (Indian Army) কৌশলগতভাবে ধ্বংস করে দেয় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড ও পাক সামরিক ঘাঁটি। এইসব স্থানে গত কয়েকদিন ধরেই ভারী গোলাগুলির উৎস ছিল বলে সেনা সূত্রে খবর। গোয়েন্দা রিপোর্টে (Goyenda Report) উঠে এসেছে, পাক সেনার সহায়তায় জঙ্গিরা সীমান্তের ওপারে একটি সুসংগঠিত ড্রোন হামলার (Drone attack) অবকাঠামো গড়ে তুলেছিল। রাত নামলেই সেই ঘাঁটিগুলো থেকে ভারতীয় ভূখণ্ডে পাঠানো হচ্ছিল শয়ে শয়ে ড্রোন।

সেনার এই অভিযান কেবল ড্রোন লঞ্চপ্যাড (Drone Launchpad) ধ্বংসেই সীমাবদ্ধ ছিল না, পাশাপাশি তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও গুঁড়িয়ে দেয়। এই পদক্ষেপে শত্রুপক্ষের বড়সড় ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে জ্বলন্ত ঘাঁটি ও বিস্ফোরণের দৃশ্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সীমান্তে এই সফল অভিযানে একদিকে যেমন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা গেল, তেমনই দেশের নিরাপত্তা ব্যবস্থাও আরও দৃঢ় হলো। সেনার এই পদক্ষেপ সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের দৃঢ় মনোভাবের প্রতিফলন বলেই মনে করছে বিশ্লেষকরা।