Sourav Ganguly : সরাসরি যুদ্ধ শুরুর ইঙ্গিত মোদী সরকারের! পাকিস্তান পারবে না, দাবি মহারাজের

breakingnews আইপিএল ক্রিকেট দেশ

নিউজ পোল ব্যুরো: যুদ্ধের দামামা বেজে গিয়েছিল আগেই। আর এবারে হয়ত প্রত্যক্ষভাবেই শুরু হতে চলেছে ভারত-পাক যুদ্ধ (Indo-Pak War)। শনিবার দুপুরে তেমন ইঙ্গিতই দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এদিকে যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল (IPL 2025)। আপাতত প্রতিযোগিতাটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সূচি এবং ভেন্যু পরিবর্তন করে আগামী দুই সপ্তাহের মধ্যেই আইপিএল শেষ করে দেওয়ার ভাবনাচিন্তা চলছে। আর এই আবহেই আইপিএলের ভবিষ্যৎ এবং পাকিস্তানকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আরও পড়ুনঃ IPL 2025 : পাক সন্ত্রাসে টুর্নামেন্ট স্থগিত! মিলেমিশে একাকার ICL ও IPL

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে নিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। এরপরই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে। যার জের এসে পড়েছে ক্রিকেটেও। একদিকে যেমন পাকিস্তানে স্থগিত হয়ে গিয়েছে পিএসএল (PSL)। ঠিক তেমনই পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল-ও। শুক্রবার দুপুরে এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার ঘোষণাটি করা হয় বোর্ডের তরফে।

Sourav Ganguly

সৌরভ (Sourav Ganguly) মনে করেন, এই ঘোষণাটি জরুরি ছিল। তাঁর কথায়, “বিসিসিআইকে এটা করতেই হত। কারণ একাধিক দেশি এবং বিদেশি ক্রিকেটাররা আছেন। বিশেষ করে ধর্মশালা, দিল্লি, জয়পুর, চণ্ডীগড়ের যা পরিস্থিতি এই মুহূর্তে। এগুলি সবই আইপিএলের ভেন্যু।” মহারাজ আরও বলেন, “আগেরদিন রাতে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তটা খুবই দরকার ছিল।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

তবে এরপরই আইপিএল নিয়ে আশার বাণী শুনিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। সেইসঙ্গে পাকিস্তানকে নিয়েও করেছেন বড় মন্তব্য। সৌরভ জানান, “সময়ের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আর ম্যাচও খেলা হবে। বিসিসিআই আইপিএল শেষ করবে। কারণ বেশিদিন এই চাপ নিতে পারবে না পাকিস্তান। তাই এই পরিস্থিতির দ্রুতই অবসান ঘটবে।” এদিকে শনিবার দুপুরেই বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে যে কোনও প্রকার সন্ত্রাসবাদী কার্যকলাপই (Act of Terror) যুদ্ধের ইঙ্গিত বলে ধরা হবে। অর্থাৎ বলা যেতে পারে, সরাসরি যুদ্ধ ঘোষণাই করে দেওয়া হল ভারতের পক্ষ থেকে। তবে সৌরভ মনে করেন এখন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়। তাই আইপিএল দ্রুতই শুরু হবে।