সরকারি কর্মীদের জন্য সুখবর! ভ্রমণেও বিশেষ সুবিধা

বিনোদন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী এখন থেকে ট্রেনে সপরিবারে ভ্রমণে পাবেন বিশেষ সরকারি সুবিধা। এখন থেকে শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

রাজ্যের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী যে কর্মীদের মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। এর থেকে বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যে ট্রেনগুলিতে শুধু চেয়ারকার রয়েছে, সেখানেও বাতানুকুল শ্রেণির ভাড়া মিলবে। এলটিসি নিয়ে জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ যেতে চাইলে ৫০ হাজারের বেশি টাকার মূল বেতনের কর্মীদের জন্য থাকছে সুবিধা। প্রথম বা এ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন তাঁরা।

তার থেকে কম বেতনের কর্মীরা দ্বিতীয় বা বি শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। এলটিসি সংক্রান্ত এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এতদিন এলটিসি সংক্রান্ত যে সরকারি বিজ্ঞপ্তি ছিল, তাতে কর্মীরা ট্রেনে কোন শ্রেণির ভাড়া পাবেন, তা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। কর্মীরা যে শ্রেণির ভাড়া পাওয়ার যোগ্য, সেটাই পাবেন— এটা বলা ছিল।

সরকারি সূত্রের খবর গ্রুপ সি এবং ডি শ্রেণির কর্মীদের কেউ কেউ এলটিসি বা এইচটিসিতে স্লিপার শ্রেণির ভাড়া পেতেন। এখন থেকে সবাই এসি শ্রেণির ভাড়া পাবেন। কর্মীরা ৫ বছর অন্তর সপরিবারে ভ্রমণ ভাতা পান।