India-Pakistan: ভারত-পাকিস্তান সম্মত সংঘর্ষবিরতিতে, মার্কিন মধ্যস্থতায় ঐতিহাসিক মোড়

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ উত্তেজনা, পরস্পরকে পাল্টা জবাব এবং যুদ্ধের মুখোমুখি পরিস্থিতির পর অবশেষে শান্তির দিকে এক বড় পদক্ষেপ। ভারত ও পাকিস্তান (India-Pakistan) অবিলম্বে সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে এই ঐতিহাসিক ঘোষণাটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তরফ থেকে।

ট্রাম্প (Donald Trump) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “ট্রুথ সোশ্যালে” লিখেছেন, “রাতভর কঠিন আলোচনা এবং আমেরিকার নিবিড় মধ্যস্থতার ফলে ভারত ও পাকিস্তান (India-Pakistan) অবিলম্বে, সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই অভিনন্দন।”

আরও পড়ুন: Haj Flights: সীমান্তে উত্তেজনা, বন্ধ হজ ও চারধাম পরিষেবা

এই শান্তিপথের সূচনা অবশ্য হঠাৎ নয়। পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর (Pahalgam Terror Attack) ভারতের জবাব ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) গোটা পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলে। পাকিস্তানের লাগাতার হামলা—ড্রোন, মিসাইল ও গুলিচালনার মাধ্যমে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে উত্তেজনার পারদ চরমে ওঠায়। তবে ভারতীয় সেনাবাহিনী প্রতিটি আক্রমণ সফলভাবে প্রতিহত করে, দিয়েছে পাল্টা জবাবও।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে (India-Pakistan) ছড়ায় উদ্বেগ। আমেরিকা শুরু করে কূটনৈতিক তৎপরতা। মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও গত কয়েকদিন ধরেই একাধিকবার কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে। অবশেষে রাতে দীর্ঘ আলোচনার পর আসে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও একই বার্তা দেন, “শান্তির জয় হোক, রক্তপাত থামুক।” ভারতের পক্ষ থেকে বিদেশসচিব বিক্রম মিশ্র এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, “আজ বিকেল ৫টা থেকে দুই দেশের মধ্যে স্থল, আকাশ ও জলপথে সংঘর্ষ বন্ধ থাকবে।” পাকিস্তানের তরফেও একই বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী ইশাক দার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশ্ব রাজনীতির পরিসরে এটি শুধু দুই দেশের নয়, বরং উপমহাদেশে এক নতুন শান্তির সূচনা। এখন দেখার, এই সংঘর্ষবিরতির রেশ কতদূর গড়ায়, আর কতটা স্থায়ী হয় শান্তির এই প্রত্যাশা।