নিউজ পোল ব্যুরো:দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিলোত্তমা কলকাতার বুকে স্থাপিত হল ঐতিহ্যপূর্ণ জগন্নাথ দেবের মন্দির (Kolkata Jagannath Dham)। দিঘার সুবিশাল মন্দিরের পর, এই নবনির্মিত ধাম শহরের বুকে জগন্নাথ প্রেমী ভক্তদের জন্য এক নতুন আশ্রয়স্থল হতে চলেছে। উদ্যোক্তারা আনন্দের সাথে ঘোষণা করেছেন, আগামী সোমবার বুদ্ধপূর্ণিমার পুণ্য লগ্নে এই মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই শুভ মুহূর্তে উপস্থিত থাকার জন্য শহর ও শহরতলির অগণিত ভক্তকুলের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও আনন্দ সঞ্চারিত হয়েছে।
আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/11/prime-minister-narendra-modi-on-pakistan/
পুরীর জগন্নাথ মন্দিরের স্থাপত্যশৈলীর আদলে নির্মিত এই মন্দিরটি বহু মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল। লাল বেলেপাথরের গাঁথুনি ও স্তম্ভে খোদিত কারুকার্য উড়িষ্যার ঐতিহ্য বহন করছে। গর্ভগৃহে বিরাজিত জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার মনোমুগ্ধকর প্রতিমা ভক্তদের হৃদয়ে ভক্তির সঞ্চার করবে।
নিউজ পোল ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই উদ্যোগের অন্যতম কাণ্ডারী শ্রীকান্ত ব্যানার্জী বলেন, “কলকাতায় একটি জগন্নাথ মন্দিরের (Kolkata Jagannath Dham) প্রয়োজনীয়তা আমরা দীর্ঘকাল ধরে অনুভব করছিলাম। শহরের কাছে একটি মন্দির স্থাপিত হলে সকল বয়সের ভক্তদের দেবদর্শন সহজ হবে।” মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল থেকে মাঙ্গলিক আচার-অনুষ্ঠান শুরু হবে, সন্ধ্যায় বিশেষ আরতি ও প্রসাদ বিতরণ করা হবে।
এই নবনির্মিত জগন্নাথ ধাম শুধু কলকাতার (Kolkata Jagannath Dham) নয়, পার্শ্ববর্তী জেলার ভক্তদেরও আকর্ষণ করবে। দিঘার মন্দিরের মতো একটি আধ্যাত্মিক কেন্দ্র শহরে তৈরি হওয়ায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মন্দিরের সঠিক অবস্থান শীঘ্রই জানানো হবে। এই শুভ আগমন কলকাতার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই আশা ভক্তদের। বুদ্ধপূর্ণিমার পবিত্র আলোয় উদ্ভাসিত এই মন্দির শান্তি ও ভক্তির বার্তা বয়ে আনবে।জানা গিয়েছে,অনেকেই বুদ্ধপূর্ণিমার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং দূর-দূরান্ত থেকে আগমনের প্রস্তুতি নিচ্ছেন।মন্দিরের সঠিক অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খুব শীঘ্রই প্রচার করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।তবে,এই মুহূর্তে কলকাতার বুকে জগন্নাথ দেবের এই শুভ আগমন শহরের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে,এমনটাই আশা করছেন আপামর ভক্তবৃন্দ।বুদ্ধপূর্ণিমার পবিত্র আলোয় উদ্ভাসিত এই নবনির্মিত মন্দিরটি যেন শান্তি,সমৃদ্ধি ও ভক্তির এক নতুন বার্তা নিয়ে আসে,সেই কামনাই করছেন সকলে।