নিউজ পোল ব্যুরো: “বন বাঁচাও, পৃথিবী বাঁচাও” এই আহ্বানে আদিবাসী কুড়মি সমাজ (Kurmi Tribal Community) আবারও শুরু করল এক গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে আমাদের আবেদন—এই প্রকৃতি রক্ষার লড়াইয়ে আপনারাও এগিয়ে আসুন।
আরও পড়ুন: Dilip Ghosh : “পাকিস্তান বলে কোনও দেশ আর ইতিহাস বা ভূগোলে থাকবে না…”
এই বছর ১০ মে ২০২৫, শনিবার (Saturday) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বন ও পরিবেশ রক্ষা অভিযান (Kurmi Tribal Community), চলবে ১৬ মে শুক্রবার পর্যন্ত। মূল লক্ষ্য—ঝাড়গ্রাম (Jhargram) ও আশেপাশের জঙ্গলমহলের প্রাকৃতিক বনভূমি রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি।
ঝাড়গ্রামের (Jhargram) বিস্তীর্ণ শাল অরণ্য আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত কয়েক বছরে নির্বিচারে গাছ কাটার কারণে বহু প্রাচীন শাল গাছ হারিয়ে গেছে। শুধুমাত্র ঝাড়গ্রামই নয়, জঙ্গলমহলের নানা প্রান্তে বন পরিষ্কার বা ফেলার নামে চলছে অরণ্য ধ্বংস। কাঠ পাচারও এখন এক ভয়ঙ্কর সত্য।
আমরা বিশ্বাস করি—অরণ্য ধ্বংস (Forest Destruction) মানেই পরিবেশের উপর এক চরম আঘাত। এই ক্ষতি শুধুই গাছের নয়, প্রাণবৈচিত্র্য, জলবায়ু এবং আমাদের ভবিষ্যতের। তাই এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই কর্মসূচির (Kurmi Tribal Community) মাধ্যমে আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ যেন পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব অনুভব করেন। বন শুধুমাত্র আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। তাই একযোগে সকলের অংশগ্রহণে গড়ে তুলতে হবে সবুজ আন্দোলন।