নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তান (India Pakistan) সীমান্তে দীর্ঘ সংঘর্ষের পর অবশেষে শান্তির সম্ভাবনায় আলো ফেলে দিল এক ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার দুপুরে সরাসরি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) পর্যায়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক (Meeting) অনুষ্ঠিত হচ্ছে। এর আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে বসে যায় এক গুরুত্বপূর্ণ বৈঠক।
আরও পড়ুন: India Pakistan War: “যুদ্ধ মানেই দেশপ্রেম? না, যুদ্ধ মানেই ভবিষ্যতের ঝুঁকি!”
আরও পড়ুন: India-Pakistan: ভারত-পাকিস্তান সম্মত সংঘর্ষবিরতিতে, মার্কিন মধ্যস্থতায় ঐতিহাসিক মোড়
এই বৈঠকে (India Pakistan) অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing), সেনা প্রধান সহ তিন বাহিনীর শীর্ষকর্তারা। সূত্রের খবর অনুযায়ী, DGMO পর্যায়ের বৈঠকে ভারত ঠিক কী কী ইস্যু তুলবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।
দুপুর ১২টা নাগাদ হটলাইনের মাধ্যমে ভারত ও পাকিস্তানের (India Pakistan) সেনা প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ স্থাপন হবে। এই বৈঠক ঘিরে রয়েছে কূটনৈতিক ও সামরিক মহলের তীব্র কৌতূহল। জানা গিয়েছে, সীমান্তে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ, সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ও শান্তি বজায় রাখার রূপরেখা এই আলোচনায় গুরুত্ব পেতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বৈঠক শেষ হওয়ার পর, আনুমানিক দুপুর আড়াইটে নাগাদ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হতে পারে। সেখানে জানানো হবে বৈঠকের মূল বিষয়বস্তু ও ভবিষ্যৎ পদক্ষেপ।