নিউজ পোল ব্যুরো: নিশুতি রাতের নিস্তব্ধতায় অবশেষে একটু শান্তির নিঃশ্বাস (Kashmir Peace) ফেলল উপত্যকার মানুষ। ১৯ দিন পর কোনও গুলির শব্দ নেই, নেই ভারী বুটের ধ্বনি, ড্রোনের ঝাঁঝালো আলোয় বিরক্তি নেই। যুদ্ধের আশঙ্কা আর অস্থিরতার দীর্ঘ ছায়া কাটিয়ে একটানা রাতে ঘুমোতে পারার স্বস্তি (Kashmir Peace) যেন স্বপ্নের মতো। ১১ মে রাতটাই হয়ে উঠল এক ঐতিহাসিক মুহূর্ত, যা স্মরণীয় বলে মনে করবেন কাশ্মীর (Kashmir), পাঞ্জাব (Punjab), রাজস্থানের (Rajasthan) সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন।
আরও পড়ুন: India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের
পহেলগাঁও হামলার পর (Pahalgam Terror Attack) থেকেই যেন সবকিছু বদলে গিয়েছিল। রাতের ঘুম ছিল আতঙ্কে ছিন্নভিন্ন। কোথা থেকে কখন গুলি চলবে, ড্রোন (Drone) উড়ে আসবে, কিংবা সেনার অপারেশন শুরু হবে—এই দুশ্চিন্তায় কাটছিল প্রতিটি রাত। সীমান্তের দুই পারে চলছিল একের পর এক পাল্টা অভিযানের প্রস্তুতি। কিন্তু হঠাৎ করেই শনিবার সন্ধ্যাবেলা সংঘর্ষবিরতির সিদ্ধান্ত আসে। তার কিছুক্ষণের মধ্যেই পাক সেনার উসকানি দেখা গেলেও ভারতীয় সেনার সজাগতা আর নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
তারই ফলস্বরূপ রবিবার রাতটা কাটল একেবারে শান্তিতে (Kashmir Peace)। রাজৌরি, পুঞ্চ, আখনুর—এই সব উত্তপ্ত এলাকা থেকেও কোনও অশান্তির খবর আসেনি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে রাত্রিকাল ছিল একেবারে নিস্তব্ধ ও স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর এমন এক রাত পেয়ে স্থানীয়রা যেন হাফ ছেড়ে বাঁচলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শুধু কাশ্মীর (Kashmir) নয়, পাঞ্জাবের পাঠানকোট থেকে শুরু করে রাজস্থানের জয়সলমীর পর্যন্ত সর্বত্রই ফিরে আসছে চেনা ছন্দ। দোকানপাট খুলেছে, শিশুরা খেলছে রাস্তায়, মানুষজন স্বাভাবিক জীবনে ফিরছেন। পাঠানকোটের এক বাসিন্দা বললেন, “শান্তি থাকলে তবেই জীবন চলে। যুদ্ধ কোনও সমাধান নয়।” জয়সলমীরের এক দোকানদারও বললেন, “অনেকদিন পর সকালে উঠে পাখির ডাক শুনেছি। এই শান্তিটাই চাই প্রতিদিন।”