নিউজ পোল ব্যুরো: ভারতের প্রধান লড়াই (Indian Army) পাকিস্তানের সেনার সঙ্গে নয়, বরং সীমান্তপারে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধেই। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এমনই স্পষ্ট বার্তা দিলেন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (Rajiv Ghai) । তিনি (Rajiv Ghai) জানান, ৭ মে যে প্রতিরোধমূলক সামরিক অভিযান চালানো হয়েছে, তা ছিল সম্পূর্ণ জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে। দুর্ভাগ্যবশত, পাকিস্তান সেনা ওই জঙ্গিদের আশ্রয়-সমর্থন দিয়ে নিজেরাই সংকটে পড়েছে।
রাজীব ঘাই (Rajiv Ghai) বলেন, “জঙ্গিদের পক্ষ নেওয়ার পাপের ফল এখন পাকিস্তানকে (Pakistan) ভোগ করতে হচ্ছে। আমাদের জবাব কেবল প্রতিরক্ষা নয়, ন্যায়ের পক্ষেও।” ভারতীয় সেনার (Indian Army) দাবি, জঙ্গি হামলার প্রত্যুত্তরে যে অপারেশন চালানো হয়েছে, তাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (Kashmir) বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। মেহমোন্না জোয়া, কোটলি, সারজাল সহ একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে। এই অভিযানে অন্তত ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে সূত্রের দাবি।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের (Pakistan) ছোড়া চিনা নির্মিত ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভেস্তে যায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে একটিও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। এমনকি একটিও সেনাঘাঁটি বা জনবহুল এলাকায় আঘাত হানতে পারেনি।
এয়ার মার্শাল একে ভারতী (AK Bharti) জানান, “আমাদের সমস্ত প্রতিহত হামলা হয়েছে ভারতের সীমান্ত থেকে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই।” বিএসএফের ভূমিকাকেও তিনি প্রশংসা করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পাকিস্তানের (Pakistan) একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম (Difence System) ধ্বংস হওয়ার পরে, শেষ পর্যন্ত সংঘর্ষবিরতির জন্য হটলাইনে যোগাযোগ করে ইসলামাবাদ (Islamabaad)। সেদিনই প্রমাণিত হয়, ভারত প্রতিরক্ষায় (Indian Army) প্রস্তুত, জবাবে কঠোর—কিন্তু যুদ্ধ নয়, ন্যায়ের পথেই অটল।.