PM Modi Speech: অপারেশন সিঁদুরের পর যুদ্ধ না শান্তি? সন্ধ্যায় জাতির উদ্দেশে মোদীর ভাষণ ঘিরে জল্পনার পারদ চরমে

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তান সম্পর্ক (India Pakistan Relation) আবার উত্তেজনার চূড়ায়। একের পর এক সন্ত্রাসী হামলা ও তার জবাবে ভারতীয় সেনার পালটা আঘাত ঘিরে উত্তাল উপমহাদেশ। এর মাঝেই সোমবার (Monday) রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Speech)। তার এই ভাষণ ঘিরে দেশজুড়ে কৌতূহলের সীমা নেই, কী ঘোষণা করতে চলেছেন তিনি?

আরও পড়ুন: India Power: বিশ্বের রাজনীতির দিগন্তে এখন এক নতুন নাম, এক নতুন ধ্বনি—ভারত

২২ এপ্রিল কাশ্মীরের (Kashmir) পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন নিরীহ প্রাণ হারানোর পর থেকেই পরিস্থিতি রীতিমতো যুদ্ধপরিস্থিতির দিকে এগোচ্ছে। এই নৃশংস ঘটনার জবাবে ৭ মে ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সেনার দাবি অনুযায়ী, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে, নিহত হয়েছে শতাধিক জঙ্গি।

সীমান্তে এখনও থেমে নেই উত্তেজনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে একাধিকবার গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান, আর তার যোগ্য জবাব দিয়েছে ভারত। সেনা ও বিদেশ মন্ত্রকের তরফে একাধিক বিবৃতি এলেও এখনো প্রধানমন্ত্রী (PM Modi Speech) নিজে মুখ খোলেননি। ফলে আজকের ভাষণ নিয়ে স্বাভাবিকভাবেই বেড়েছে আগ্রহ।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মোদী (PM Modi Speech) সোমবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করবেন। কেউ কেউ আবার যুদ্ধসংক্রান্ত কোনও ঘোষণা বা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নতুন কূটনৈতিক পদক্ষেপের আভাসও দেখছেন। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া, ফলে তা ঐতিহাসিক হতে পারে বলেও মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

দেশবাসী এখন তাকিয়ে রাত ৮টার দিকে। প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রী এবার কূটনৈতিক কণ্ঠে শান্তির বার্তা শোনাবেন, না কি আরও কড়া পথে হাঁটার সংকেত দেবেন?