নিউজ পোল ব্যুরো: কাশ্মীর উপত্যকায় (Kashmir) সন্ত্রাসের মূলোৎপাটনে ফের শক্ত হাতে নামল ভারতীয় সেনা (Indian Army)। চলমান ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর অংশ হিসেবেই মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের (Shopian) জিনপাথের কেল্লের জঙ্গলে চালানো অভিযানে খতম করা হল এক লস্কর-ই-তইবার জঙ্গিকে। এখনও পর্যন্ত আরও দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই চলছে বলেই খবর।
আরও পড়ুন: Narendra Modi: ‘নতুন নিয়মে ভারত’—সন্ত্রাসে শিকড় টানার বার্তা দিলেন প্রধানমন্ত্রী
বিশেষ সূত্রে খবর পেয়ে, সেনা ও জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। গা-ঢাকা দেওয়া জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মরিয়া হয়ে গুলি ছুঁড়তে শুরু করে। বাহিনীও পালটা জবাব দেয়। গুলির এই সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই পুরো উপত্যকাজুড়ে জোরদার অভিযান শুরু করে ভারত। আর তারই অংশ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) যা সীমান্ত পেরিয়ে পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলে। মে মাসের প্রথম সপ্তাহে চালানো এই অভিযানে পাকিস্তানের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি (Shopian) ধ্বংস করে ভারত, খতম হয় শতাধিক জঙ্গি।
পাকিস্তান পালটা জবাব দেওয়ার চেষ্টা করলেও ভারতীয় বায়ুসেনা সফলভাবে সেই হামলা প্রতিহত করে এবং জবাবি হামলায় অন্তত ১১টি পাক সেনাঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। তাতেই চাপে পড়ে ইসলামাবাদ (Islamabad) যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যদিও ভারত জানিয়ে দেয়, এই প্রস্তাবে সায় দেওয়া হলেও ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলবে যতক্ষণ না শেষ জঙ্গিরও খোঁজ মেলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সোপিয়ানে (Shopian) মঙ্গলবারের অভিযান যেন সেই যুদ্ধেরই এক ঝলক। উপত্যকায় আর কোনও সন্ত্রাসবাদী তৎপরতা বরদাস্ত নয়— এই বার্তা নিয়েই এগিয়ে চলেছে ভারতের সেনাবাহিনী।