নিউজ পোল ব্যুরো: ‘অপারেশন সিঁদুরে’-র (Operation Sindoor) নেপথ্যে থাকা কৌশলগত পরিকাঠামো এবং সাহসী নেতৃত্ব নিয়ে নতুন আলো ফেলেছে বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভারতীর (AK Bharti) বক্তব্য। এক সাংবাদিক সম্মেলনে তিনি তুলে ধরেন অপারেশনটির পেছনে সক্রিয়ভাবে কাজ করা ভারতীয় বায়ুসেনার ‘এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (আইএসিসিএস)-এর কথা। এই অত্যাধুনিক সিস্টেম ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মস্তিষ্কস্বরূপ, যা সার্বক্ষণিক নজরদারি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে সজাগ এবং প্রস্তুত রাখে।
আরও পড়ুন: Shopian: কাশ্মীরের জঙ্গি দমনে সেনার ‘অপারেশন সিঁদুর’ জারি, সোপিয়ানে খতম এক লস্কর জঙ্গি
সেনা সূত্রে খবর, তিন স্তরবিশিষ্ট এই আইএসিসিএস-এর একটি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে এটি স্থল, জল ও নৌবাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলে, অন্যদিকে বিভিন্ন রকম রাডার থেকে সংগৃহীত তথ্য দ্রুত প্রক্রিয়া করে কমান্ড সেন্টারে পাঠায়। সোমবার, কেন্দ্রীয় সরকার সেই নিয়ন্ত্রণ কক্ষের একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় বিশাল এলইডি স্ক্রিনে দেশের বিভিন্ন অঞ্চলের ভূগোলচিত্র ও অপারেশন সম্পর্কিত হিসাবনিকাশ। সেনা আধিকারিকরা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে, যাতে তাদের পরিচয় গোপন থাকে।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) ২৬ জনের মৃত্যু, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। ঘটনার দায়ভার পাকিস্তানের উপর চাপালেও, ইসলামাবাদ (Islamabaad) তা অস্বীকার করে। এরই প্রেক্ষিতে ভারত গভীর রাতে শুরু করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। একক এবং নির্ভুল সামরিক অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই অভিযানে কেবলমাত্র জঙ্গিদের লক্ষ্য করে আঘাত হানা হয়েছে এবং তাদের শেষকৃত্যে পাক সেনার উপস্থিতির ছবিও প্রকাশ্যে আনা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই অপারেশনের (Operation Sindoor) প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্ত এলাকায় ড্রোন হামলার চেষ্টা করে ও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালায়। তবে ভারতীয় বাহিনী তা সফলভাবে প্রতিহত করে। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে অবশেষে শনিবার বিকেলে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা করে।