Ind-Pak War: শান্তির ছায়ায় যুদ্ধের প্রস্তুতি? সাউথ ব্লকে রুদ্ধদ্বার বৈঠকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

দেশ

নিউজ পোল ব্যুরো: বর্তমানে ভারত-পাকিস্তান (Ind-Pak War) সীমান্তে আপাত শান্তির আবহ, কিন্তু এই বিরতিতে যেন ঢেউ তুলেছে এক উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক। সোমবার দক্ষিণ ব্লকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নেতৃত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা ঘিরে জল্পনা তুঙ্গে। উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং (Rajesh Kumar Singh)।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের নেপথ্যে কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় হামলা

প্রশ্ন উঠছে—সংঘর্ষবিরতির (Ind-Pak War) মধ্যেই কেন এই তৎপরতা? বিশেষজ্ঞদের একাংশের দাবি, এটি নিছক নিয়মিত বৈঠক নয়; বরং সীমান্তে নতুন করে কোনও অভিযানের কৌশলগত পরিকল্পনা হতেই পারে। এর আগের দিন, পহেলগাঁওয়ে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্য তুলে ধরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ককে সরাসরি আক্রমণ করে কড়া বার্তা দেওয়া হয়। ভাষণের পরদিনই প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এছাড়াও জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজেও মঙ্গলবার সকালে আদমপুর বিমান ঘাঁটিতে যান, যা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তোলে। একইসঙ্গে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে মঙ্গলবারই বৈঠকে বসতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সূত্র বলছে, ইতিমধ্যেই তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

যুদ্ধ নয় (Ind-Pak War) তবে কূটনৈতিক পাল্টা চাপে পাকিস্তানকে ফের কোণঠাসা করতে চাইছে ভারত—এমন ইঙ্গিত দিচ্ছেন ওয়াকিবহাল মহল। ভবিষ্যতের রাজনৈতিক ও সামরিক চালচিত্রে এক নতুন অধ্যায় সূচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।