নিউজ পোল ব্যুরো: পরপর ইন্দ্রপতন ভারতীয় ক্রিকেটে। প্রথমে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর তারপর বিরাট কোহলি (Virat Kohli) অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এদিকে দ্বিতীয় ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই এবার এক বড় তথ্য উঠে এল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে। গত ৭ মে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। জানা যাচ্ছে, একই দিনে অবসর নিতে চেয়েছিলেন বিরাটও। কিন্তু অপারেশন সিঁদুরের (Operation Sindoor) কারণে সেই সিদ্ধান্ত শেষমেশ স্থগিত রাখতে হয় কিং কোহলিকে।
আরও পড়ুনঃ Virat Kohli : এই অবসর মানায় না কিং কোহলিকে
উক্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, রোহিতের সঙ্গে একইদিনে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন বিরাট। যেমনটা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিন দেখা গিয়েছিল। বিশ্বকাপ জিতে একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণটিকে আলবিদা জানিয়েছিলেন ‘রোকো’ জুটি। কথা ছিল, এবারও তেমনটাই হবে। তবে বিরাটকে শেষপর্যন্ত আটকে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কারণ, অপারেশন সিঁদুর (Operation Sindoor)।

রোহিত যেদিন অবসর নেন অর্থাৎ ৭ মে তার ঠিক আগের রাতেই অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু করে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। উক্ত সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই কারণেই বিরাটকে সেই মুহূর্তে অবসরের ঘোষণা করতে নিষেধ করা হয় বোর্ডের তরফে। তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল। যদিও তারও আগে অবসরের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছিলেন কোহলি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
বোর্ড তাঁকে বারবার অনুরোধ জানিয়েছিল যাতে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন বিরাট। কিন্তু বোর্ডের শত অনুরোধেও গলেননি তিনি। শনিবার যুদ্ধ বিরতির ঘোষণা হয়। শেষপর্যন্ত সোমবার নিজের সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে জানিয়ে দেন বিরাট। উল্লেখ্য, দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিসহ ৪৬.৮৫ গড়ে করেছেন ৯,২৩০ রান।